সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » কাকের ডিম
কাকের ডিম
আমি তখন ক্লাস এইটে পড়ি | শফিক স্যার সমাজ বিজ্ঞান ক্লাস নিচ্ছে, সুমি আমার বাম পাশের বেঞ্চে বসা । তাকে সবসময় খুব দুষ্টমি করি, তো আজ ক্লাসে ও শুরু করলাম । চুপি চুপি বললাম - তোমার চোখগুলো তো কাকের বাসার মত কালো, পাশে থেকে কে যেন বলতাছে- কাকের তো বাসা নেই ,কোকিলের বাসায় ডিম পাড়ে । তাহলে তোমার চোখের মণিগুলো কাকের ডিমের মত ।আস্তে আস্তে আমাদের সব ছেলেদের কাছে কাকের ডিম কথাটা পৌছে যাওয়ার সাথে সাথে সব ছেলেরা সুমিকে কাকের ডিম বলতে লাগল । আমাকে সবাই উত্সাহ দিতে লাগল | কারণ সবাই তাঁর উপর বিরক্ত ছিল যে সে খুব অহংকারী , ক্লাসের কোন ছেলের সাথে তেমন একটা কথা বলত না আর পারসনালিটি দেখাত অত্যাধিক । অবশ্য এগুলো তার দোষ ছিল না, ছিল সুন্দরের । সে শুধু আমাদের ক্লাসেই নয় আমাদের স্কুলে সবচেয়ে সুন্দরী ছিল । প্রেমের জন্য বিশেষ কিছু ছেলে তার হাতে তাপ্পর ও খেয়েছে । তো যখন কাকের ডিমের কথা আসল, তখনই এই বিশেষ ছেলেগুলো সুযোগ পেয়ে তাকে খ্যাপাতে শুরু করল। আমি বুঝি নাই যে এভাবে খ্যাপার মাত্রা বাড়িয়ে দিবে তাহলে কখনও সবার সামনে এভাবে দুষ্টমি করতাম না । সবারই যখন তাকে খ্যাপাচ্ছে তখন সুমি প্রচণ্ড রাগে আমার দিকে দুটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে ,আমি বুঝতে পারলাম -এই বড় বড় চোখ দুটি আমাকে বলে দিচ্ছে এই নোংরা পরিবেশটা তৈরি করার মূল উত্হ হচ্ছ তুমি । তাই আমার খুব ভয় হচ্ছিল । হঠাত্ করে সে র্গজন করে স্যারকে বিচার দিতে শুরু করল ,স্যার দুটি বেত এক সাথে করিয়া বলতে লাগল- কে কে ডিম বলছস । তখন সবাই চুপ। স্যার বলল এই সুমি ! কে কে বলেছে ,সুমি আঙ্গল দিয়ে দেখিয়ে বলতে লাগল- এই ছেলে তারপর এই,তারপর এই, এভাবে যখন আমার সামনে দিক থেকে বেত শুরু হয়ে আমার কাছে আসল তখন স্যার বলল সুমি এই ছেলেও ?সুমি তখন আমাকে না বলে আমার পিছনের বেঞ্চে থেকে বলা শুরু করল ।যাক আমাকে বলে নাই অথচ আমিই ছিলাম এর উত্স ।এর চারদিন পর স্কুল ছুটির শেয়ে বাসায় যাওয়ার পথে বৃষ্টির কারণে এক জায়গায় গাছের আড়ালে দাড়িয়ে আছি । পিছনে ফিরে দেখি সুমি আসছে । আমি আরও আড়ালে যাব এমন সময় সুমি বলতে লাগল এই তুমি ত বিছে যাবে ।আমার এখানে আস আমার কাছে ছাতা আছে । আমি তখন তার কাছে গেলাম,সে বাঁকা চাঁদের মত একটা হাঁসি দিয়ে বলল সেদিন এরকম করলে কেন? আমি বললাম তুমি স্যারকে আমার কথা বল নাই কেন? আর একদিন বলব ।
লেখেছেন- সামি খান
কেন্দুয়া, নেত্রকনা ।