সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » প্রিয় শশী
প্রিয় শশী
প্রিয় শশী,
বসন্তের এমনই এক প্রথম প্রহরে শশী হয়ে আমার জীবনে এসেছিলে তুমি। এক অব্যক্ত ভাললাগা থেকে আমরা হারিয়ে যাই ভালাবাসার ভুবনে, দূর আকাশের নীল নীলিমার মাঝে। একে একে কেটে গেছে ছয়টি বছর। দীর্ঘ এই পথচলায় কতো স্বপ্ন দেখেছি আমরা। কল্পনার রঙ তুলি হাতে নিয়ে মনের মাধুরী মিশিয়ে বাহারি রঙে ফুটিয়ে তুলেছি তোমার আলপনা। কখনোবা ভাবনার শহরে একা হেটে চলেছি নিঃসঙ্গ রাতকে সঙ্গী করে। তবুও এই অবুঝ মনে সারাক্ষণ ছিল তোমারই বিচরন। আর তাইতো আজও আমার মনের আকাশে শুধুই তুমি। আমি স্বপ্ন দেখি তোমার মেহেদী আঁকা পায়ে নুপুর, হাতে কাচের লাল চুড়ি, কপালে লাল টিপ, চুলের বেণীতে রুপার কাঁটা, আর লাল টুকটুকে শাড়ি তোমার অঙ্গে জড়ানো। কারন এই জন্মে আমি দেখতে চাই চাঁদের দেশে নক্ষত্রের আলোযাপন উৎসব।
শশী, খুব ইচ্ছে করছে তোমার হাতে হাত রেখে বেড়িয়ে পড়ি জোসনার রূপালী আলোয় ঘেরা স্বর্গের রাজ্যের উদ্দেশ্যে। তাইতো অপেক্ষা শুধু অপেক্ষা হলুদে মোড়ানো চিরচেনা বসন্তের। বসন্তের সেই কাংখিত ঊষা লগ্নে আকাশের অনাদি তারকাকে সাক্ষী রেখে বলতে চাই শশী শুধু আমার, শুধুই আমার।
তোমারই ভ্যালেন্টাইন,
সাইফ
লিখেছেন-সাইফ
লেকচারার, স্কু্ল অব বিজনেস স্টাডিজ
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, বনানী, ঢাকা