সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » ওগো প্রিয়তমা
ওগো প্রিয়তমা
ওগো প্রিয়তমা, গোলাপকে যেমন কন্টক ঘিরিয়া রাখে, মধুকে যেমন মধুমক্ষিকা ঘিরিয়া রাখে, হীরককে যেমন অংগার ঘিরিয়া রাখে, স্বর্ণকে যেমন খাদ ঘিরিয়া রাখে, মুক্তাকে যেমন সুক্তি ঘিরিয়া রাখে, শশধরকে যেমন জলধর ঘিরিয়া রাখে, মাধুর্যকে যেমন লজ্জা ঘিরিয়া রাখে, সৌন্দর্যকে যেমন আব্রু ঘিরিয়া রাখে, সুমিষ্ট বচনকে যেমন সুমিষ্ট অধর ঘিরিয়া রাখে, সুখ স্বপ্নকে যেমন আখিঁপল্লব ঘিরিয়া রাখে ঠিক তেমনি তুমি সারাক্ষন আমাকে ঘিরিয়া রাখিয়াছে।
ওগো প্রিয়তমা, তোমার অপরূপ রূপ নেহারি চাঁদ মেঘের কোলে মুখ লুকাইল, তোমার সুমিষ্ট বচন শুনিয়া বুলবুল নির্বাক হইয়া গেল, তোমার আয়ত আঁখির পানে হরিণী বিস্ময় বি¯েফারিত লোচনে তাকাইয়া রহিল। তুমি রূপে যেমন অনুপমা, গুনেও তেমনি অনুপমা। তোমায় আমি ভালবাসি এ মোর অহংকার।
ওগো প্রিয়তমা, আমি চন্দ্রকান্তিতে তোমার রূপের উপমা খুঁজিয়াছি, আমি হরিণীর চোখে তোমার আয়ত আঁখির উপমা খুঁজিয়াছি, আমি শতদলের বর্ণালীতে তোমার নোখের মাধূর্যের উপমা খুঁজিয়াছি, কিন্তু হায় সবই আমার নিকট অকিঞ্চিতকর মনে হইয়াছে। ওগো প্রিয়তমা, তোমার তুলনা যে শুধুই তুমি।
ওগো প্রিয়তমা, আকাশে চাঁদ কি শুধু একবারই উঠে, বসন্ত কি শুধু একবারই আসে, পুষ্পদ্যানে ভ্রমর কি শুধু একবারই গুঞ্জন করে, চোখের দেখাতেই কি সব শেষ হইয়া যায়, কথার পরেও কি আর কথা থাকে না। যদি তাহা না হয় তবে সেই ভুবন ভুলানো বেশে বারে বারে আমার সামনে আসিয়া দাড়াও আমি প্রাণ ভরিয়া তোমায় দেখি।
ওগো প্রিয়তমা, সারা জীবন কেবল বাঁকা কথাই বলিলে, বাঁকা চোখেই তাকাইলে, বাঁকা হাসিই হাসিলে, সম্ভবত সরলতা তোমার কোষ্টিতে নাই। কে জানিত তোমার কোষ্টির লেখা সবই বাঁকা।
ওগো প্রিয়তমা, অনেক জ্বালাইয়াছ, অনেক কাঁদাইয়াছ, অনেক অপমান করিয়াছ এখনো কি ভালোবাসিয়া দুটি কথা বলার সময় হয় নাই।
লিখেছেন- সৈয়দ মোঃ মনির হোসেন
কল্যাণপুর, ঢাকা।