সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » ভালোবাসা, প্রেম নয় !
ভালোবাসা, প্রেম নয় !
ভালোবাসা এক দুরন্ত কিশোর যে সরিষা ক্ষেতে ফড়িঙের পেছনে ছুটে চলে। কুয়াশা মোড়া আবছায়া ভোরে সমুদ্র সৈকতে পা ভিজিয়ে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায়। থৈথৈ রোদ্দুরে হাঁটে আর ঝুম বৃষ্টিতে ভেজে। ভালোবাসা, মনের দ্বারে ঠকঠকাঠক কাঠঠোকরা যে অনবরত নতুন শব্দ খুঁজে ফিরে। ভালোবাসা, নতুন সূর্যের অদেখা আকাশের জোছনা চুঁয়ানো ভোর। ভালোবাসা, ‘নিপা ভাইরাস’ এর কথা জানার পরেও খেজুরের রস খাওয়া। ভালোবাসা, ভাষার ¯্রােতে ভাসিয়ে দেওয়া নতুন শব্দতরণী।ভালোবাসা, জীবনগাঙের বেহুলাভেলা। ভালোবাসা, সূর্যমুখীর হাসি আবার শিউলির কান্না। ভালোবাসা, কবিতা চয়নের মুহূর্তে কবি হৃদয়ের রক্তক্ষরণ। ভালোবাসা, কখনো কপালের তিলক কখনো লাল টিপ। ভালোবাসা, প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর শূন্যতার পটভূমিতে একা থাকা। ভালোবাসা, মাঝ সমুদ্রে মৃত্যুর কাছাকাছি বারবার ডোবা আর ভেসে ওঠা। ভালোবাসা, একলা দুপুরে হঠাৎ বেজে ওঠা চমকে দেওয়া পায়ের নূপুর।
ভালোবাসার আয়ুষ্কাল মাত্র তিনবছর। এরপর যা থাকে সেটা ভালোবাসার অভ্যাস। বছর তিনেক পরে মনে হয় সব কথা বলা হয়ে গেছে, কিংবা মনে হয় এই কথা না বললেও চলে অথবা মনে হয় হলেও চলে আবার না হলেও কিছু আসে যায় না কারণ সে তো আমারই ! আর ‘সে তো আমারই’ এই ভাবনায় ভালোবাসা মরে গিয়ে অভ্যাসে দাঁড়িয়ে যায়। তখন আর ‘এই ভাবনায় বয়স আমার বাড়ে না’- কথাটা মনে থাকে না। ভালোবাসাকে আমরণ টিকিয়ে রাখতে চাই প্রিয় মানুষের কাছে নিত্য নতুন শব্দ-পসরার আয়োজন, প্রয়োজন নিত্য নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপন।
ভালোবাসা প্রেম নয় ! ভালোবাসার অপর নাম মৃত্যু !
লিখেছেন- আফরোজা অদিতি
afrozaaditi@yahoo.com