শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ছুটির দিনে জমজমাট ই-বাণিজ্য মেলা
ছুটির দিনে জমজমাট ই-বাণিজ্য মেলা
দর্শক সমাগম আর সেমিনারের মধ্য দিয়ে জমে উঠেছে দেশের প্রথম ই-বাণিজ্য মেলা। শুক্রবার মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল ব্যাপক। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শণের পাশাপাশি বিভিন্ন অফার অব্যহত রেখেছেন। ‘ঘরে বসে কেনাকাটার উৎসব’ স্লোগান নিয়ে বৃহষ্পতিবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপি এ মেলার আজই শেষ দিন। রাজধানীর শাহবাগ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কমপিউটার জগৎ। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা জেলা প্রশাসন।
মেলার অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ‘ই-সার্ভিস: জনগনের দোরগোড়ায় সেবা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসনের সহকারি জেলা প্রশাসক জনাব জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি কমিশনার ড. রহিমা খাতুন।
সেমিনারে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এখন অনেকাংশে এগিয়ে গেছে। জেলা প্রশাসন অফিসগুলোতে ই-সার্ভিসের মাধ্যমে এখন সাধারণ জনগণ ঘরে বসে সেবা পাচ্ছেন। মোবাইলে এসএমএস এর মাধ্যমে জেনে নিতে পারছেন তার আবেদনটি গৃহীত হয়েছে কিনা। আগামীতে টোল ফ্রি ফোন সার্ভিস দেওয়া হবে। দেশের ই-কমার্স বাণিজ্য প্রসারে নীতিমালা প্রণয়ন করা হবে।
মেলায় মোট ৪০টি স্টলে ৩৪টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলা উপলক্ষে পণ্য ও সেবা ক্রেতাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক ই-বাণিজ্য মেলা উপলক্ষ্যে থ্রিজি সিম ও মডেমে বিশেষ ছাড় রাখছে। ৯০০ টাকা থ্রিজি সিম মেলা থেকে ৭৭০ টাকায় ও ২৫০০ টাকার থ্রিজি মডেম ২২৪০ টাকায় বিক্রি হচ্ছে। ই-বানিজ্য বিষয়ে সচেতনতা গড়ে তুলতে মেলা প্রাঙ্গণেই তিন দিন মোট পাঁচটি সেমিনারের আয়োজন করা হয়েছে। বেসিস, ক্রিয়েটিভ আইটি, ঢাকা ডিসি অফিস, বিডিওএসএন এবং ডেভসটিম লিমিটেড এ সেমিনারগুলো পরিচালনা করবে।
মেলায় পুরান ঢাকার আরমানিটোলা থেকে আসা এইচ এম মাইনুল ইসলাম বলেন, মেলায় এসে ভালোই লাগছে। এখানে এসে বুঝতে পারছি ই-বাণিজ্যে বাংলাদেশ অনেকাংশে এগিয়ে গেছে। আগে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পণ্য বা সেবা কিনতে হতো, এখন ডেবিট কার্ডের মাধ্যমেই সেই কাজটি সম্ভব হচ্ছে। এ ধরণের মেলা দেশের বিভিন্ন স্থানে নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে। তাহলে দেশের ই-বাণিজ্য প্রসারিত হবে।
আজ সকাল ১০টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে ‘ই-কমার্স নেটওয়ার্কিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১১টায় ডেভসটিমের আয়োজনে ‘ইন্টারনেট মার্কেটিং ফর ই-কমার্স’ ও বিকেল ৩ টায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক- বিডিওএসএন এর আয়োজনে ‘ই-বাণিজ্য: গল্প গাঁথা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলা সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে।