বৃহস্পতিবার ● ৩১ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে এলো ম্যাক্সিস এর এনড্রয়েড ট্যাবলেট
বাজারে এলো ম্যাক্সিস এর এনড্রয়েড ট্যাবলেট
মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান ম্যাক্সিস মোবাইল ফোন লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন এনড্রয়েড ট্যাবলেট। ৩১ জানুয়ারী রাজধানীর সেভেন হিল রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেয়া হয়। এনড্রয়েড ট্যাবলেট ছাড়াও আরও ৮ টি ক্যাটাগরীর মোবাইল ফোন বাজারে রয়েছে।
ম্যাক্সিস এনড্রয়েড ট্যাবলেট হলো ৭ ইঞ্চি ফুল টাচ স্ক্রিন এনড্রয়েড ৪.০.৪ আইক্রীম স্যান্ডউইচ ট্যাবলেট । এতে রয়েছে ১.৫ গিগাহার্জ প্রসেসর স্পীড সামাজিক যোগাযোগের সাইটগুলিতে সহজে ব্রাউজিং এর সুবিধা ও সকল প্রকার মাল্টিমিডিয়া সুবিধা। সহজে বহন ও ব্যবহারযোগ্য ফোর ডি ডিজাইন, মাইক্রোসফট অফিস, ই ডিকশনারী, ডিজিটাল ক্যামেরাসহ ট্যাবলেটের সকল সুবিধা রয়েছে সেটটিতে। এই ট্যাবলেটটিতে আরও রয়েছে থ্রি জি, টু জি মডেম সহ ওয়াই-ফাই মোবাইলের সকল সুবিধা। ট্যাবলেটটির দাম রাখা হয়েছে মাত্র ৬,৫০০ টাকা যা সকল শ্রেনীর ক্রেতার হাতের নাগালে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হ্যান্ডসেটটির উদ্বোধন করা হয়। ম্যাক্সিস মোবাইলফোনের ম্যানেজিং ডিরেক্টর এম ওহাব খান বলেন, “এটি সব ধরনের গ্রাহকের প্রযোজন মেটাবে। বিশেষ করে তরুণদের জন্য এটি একটি দারুন অভিজ্ঞতা হবে।”
ম্যাক্সিস মোবাইলফোনের ভাইস চেয়ারম্যান নুরান নবী বলেন, “এটি একটি চমৎকার ফিচার সম্পন্ন সর্বশেষ প্রযুক্তির ট্যাবলেট, আশাকরছি খুব শিগ্রই এই ট্যোবলেট টি সবার মাঝে সাড়া ফেলবে।”
ফোনটি এখন ঢাকাসহ দেশের সকল জেলাই পাওয়া যাচ্ছে।