বুধবার ● ৩০ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অ্যান্ড্রয়েড ও আইওএসভিত্তিক অ্যাপসের চাহিদা বেশী
অ্যান্ড্রয়েড ও আইওএসভিত্তিক অ্যাপসের চাহিদা বেশী
অ্যান্ড্রয়েড ও আইওএসভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরিতেই বেশি মনোযোগী অ্যাপ ডেভেলপাররা। স্মার্টফোন ইকোসিস্টেম বিশ্লেষক প্রতিষ্ঠান ভিশন মোবাইল জানায়, অন্যান্য প্লাটফর্মের জন্য অ্যাপ তৈরি করলেও স্মার্টফোন বাজারের সিংহভাগ দখল করে এ দুই অপারেটিং সিস্টেমেই বেশি মুনাফা ও গ্রাহক পেয়ে থাকেন প্রোগ্রামাররা। খবর ইওয়ালস্ট্রিটারের।
বার্ষিক ডেভেলপার ইকোনমিকস রিপোর্ট নামের এ প্রতিবেদনের চতুর্থ কিস্তির জন্য ৯৫টি দেশের ৩ হাজার ৪৬০ জন অ্যাপ উন্নয়নকারীর ওপর জরিপ চালায় ভিশন মোবাইল। এতে জানানো হয়, শুধু স্মার্টফোন নয়, ট্যাবলেটের জন্য অ্যাপ উন্নয়নের হার বাড়াচ্ছেন এরা।
অ্যাপ উন্নয়নকারীদের মূল লক্ষ্য তাদের প্রোগ্রামগুলো অ্যান্ড্রয়েড, আইওএস কিংবা ব্ল্যাকবেরি স্মার্টফোনের উপযোগী করে তোলা। অবশ্য উইন্ডোজ ফোন এবং এইচটিএমএলের জন্যও অ্যাপ তৈরি করেন তারা। ৪৮ শতাংশ প্রোগ্রামার আইওএসের (আইফোন, আইপ্যাড) জন্য অ্যাপ তৈরি করে থাকেন, যেখানে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ উন্নয়নে নিয়োজিত আছে ৪৪ শতাংশ প্রোগ্রামার। ব্ল্যাকবেরির দিকে মনোযোগ রয়েছে ৩৮ শতাংশ অ্যাপ উন্নয়নকারীর।
অবশ্য অ্যাপ উন্নয়নকারীদের নজর কাড়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড। ৭২ শতাংশ প্রোগ্রামারই অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ উন্নয়নে আগ্রহী। প্রতি বছর এ হার বাড়ছে ৪ শতাংশ করে। অন্যদিকে ২০১১ সালের তুলনায় ২০১২ সালে আইওএসে মনোযোগী প্রোগ্রামারের সংখ্যা কমেছে ৫ শতাংশ। বর্তমানে আইওএসে আগ্রহী প্রোগ্রামারের হার ৫৬ শতাংশ। আগ্রহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এইচটিএমএল। ৫০ শতাংশ প্রোগ্রামারই প্ল্যাটফর্মটির জন্য অ্যাপ উন্নয়নে আগ্রহী। ব্ল্যাকবেরিতে আগ্রহী প্রোগ্রামারের হার ১৬ শতাংশ। উইন্ডোজের জন্য এ হার ২১ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, বাজার দখল আরো বাড়াতে অ্যাপ উন্নয়নের পেছনে বেশি খরচ করা উচিত মাইক্রোসফটের।
যন্ত্রনির্ভর অ্যাপের দিক দিয়ে এগিয়ে আছে ট্যাবলেট। জরিপে অংশ নেয়া ৬৪ শতাংশ প্রোগ্রামারই
ট্যাবলেটের জন্য অ্যাপ উন্নয়ন করছেন। এদিক দিয়ে প্রোগ্রামারদের ৭৬ শতাংশ মনোযোগ নিয়ে সবচেয়ে এগিয়ে আছে আইপ্যাড। অ্যান্ড্রয়েডভিত্তিক ট্যাবলেটের ক্ষেত্রে এ হার ৬৪ শতাংশ। এইচটিএমএলের ক্ষেত্রে এ হার ৭১ শতাংশ।
প্রতিবেদনে জানানো হয়, আয়ের দিক দিয়ে বিজ্ঞাপননির্ভর অ্যাপগুলোই সবচেয়ে এগিয়ে। ৩৮ শতাংশ উন্নয়নকারীই বিজ্ঞাপনের জন্য অ্যাপ তৈরি করে থাকেন। অবশ্য অ্যাপপ্রতি আয়ের দিক দিয়ে খাতটির অবস্থান একেবারে তলানিতে। পে পার ডাউনলোডের দিকে মনোযোগ ৩২ শতাংশ প্রোগ্রামারের। এ ধরনের অ্যাপ ক্রয়ের পরিমাণ ২৬ শতাংশ। প্রতিবেদনে আরো জানানো হয়, যেসব প্রোগ্রামার অ্যান্ড্রয়েড কিংবা আইওএসকে এড়িয়ে চলেন, তাদের আয় অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম।