মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » নতুন স্মার্টফোন আনল সনি
নতুন স্মার্টফোন আনল সনি
দেশের বাজারে ছয়টি নতুন মডেলের স্মার্টফোন নিয়ে এল সনি। পাশাপাশি আগামী মাসে আরো চারটি মডেলের বাজারজাতকরণ শুরু হবে। গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরা শপিংমলে আনুষ্ঠানিকভাবে এসব হ্যান্ডসেটের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেশে সনির বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন এবং সনির আঞ্চলিক প্রধান (দক্ষিণ-পূর্ব এশিয়া) মাসাকি মাতসুমাই।
স্মার্টফোনের নতুন মডেলগুলো হচ্ছে এক্সপেরিয়া ই-ডুয়াল, জে, এসএল, আয়ন, টিএক্স এবং টিপো। আগামী মাসে বিপণন শুরু হবে এক্সপেরিয়া ইউ, মিরো এবং টিপো ডুয়াল সিরিজসহ নতুন চারটি স্মার্টফোন। র্যাগস ইলেকট্রনিকস সূত্রে জানা গেছে, এক্সপেরিয়া ই-ডুয়াল সাড়ে ১৭ হাজার, জে ২২ হাজার ৯০০, এসএল সাড়ে ৩৬ হাজার, আয়ন ৪০ হাজার, টিএক্স ৪৮ হাজার এবং টিপো সাড়ে ১৪ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। স্মার্টফোনগুলোর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হাই ডেফিনিশন স্ক্রিন, ক্যামেরা এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি)। গতকাল থেকেই সনি-র্যাংগসের নির্দিষ্ট কয়েকটি বিক্রয়কেন্দ্র এবং বসুন্ধরা সিটি শপিংমল, ইস্টার্ন প্লাজা ও সীমান্ত স্কয়ারের সনি হ্যান্ডসেট স্টোরে এসব হ্যান্ডসেটের বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে সনির নতুন মডেলে স্মার্টফোনগুলো পাওয়া যাবে।
প্রতিটি স্মার্টফোনে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে সনি। একই সঙ্গে দিচ্ছে আসল যন্ত্রাংশের নিশ্চয়তা। ক্রেতারা সনির ওয়েবসাইটের একটি বিশেষ লিংকের মাধ্যমে প্রতিটি হ্যান্ডসেট আসল কিনা, তা যাচাই করতে পারবেন।