রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ডেল কিনছে মাইক্রোসফট !
ডেল কিনছে মাইক্রোসফট !
এক সময়ের শীর্ষ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেলের এখন বেহাল দশা। যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটিকে কেনার ব্যাপারে সম্প্রতি আগ্রহ দেখিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ডেল কেনার ব্যাপারে সম্ভাবনাগুলো খতিয়ে দেখছে মাইক্রোসফট এবং এ নিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান দুটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, কম্পিউটারের বিক্রি কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে কম্পিউটার নির্মাতা ডেল। ডেলের ব্যবসা বাড়াতে ২০০ কোটি থেকে ৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে মাইক্রোসফট।
প্রযুক্তি সংশ্লিষ্ট বিশ্লেষকেরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই ডেল বিষয়ে নানা গুজব ছড়াচ্ছে। যেমন, কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান থেকে মোবাইল পণ্যের দিকে যেতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। এমনকি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবেও বাজারে আসতে চাচ্ছে ডেল। তবে এ ধরনের গুজব সত্য কি না সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
যদিও ডেল মাইক্রোসফটের অধীনে যাবে নাকি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে শেয়ার বাজারে আসবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। তবে, ডেল কেনার ব্যাপারে মাইক্রোসফট কর্তৃপক্ষ খোলাখুলি কিছু না বললেও তাদের আগ্রহের কথা জানিয়েছে।