রবিবার ● ২০ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুই বছরে পা দিলো রকমারি ডট কম
দুই বছরে পা দিলো রকমারি ডট কম
।। এস এম জুবায়ের ।। অনলাইনে বই কেনাবেচার জনপ্রিয় ওয়েবসাইট রকমারি ডট কম দুই বছরে পা দিয়েছে । প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবারে ধানমন্ডির ইংলিশ মিডিয়াম অয়েস্টার স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে কথাসাহিত্যিক আনিসুল হক , বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক মুনির হাসান , এবিসি রেডিওর প্রধান পরিচালক কর্মকর্তা সানাউল্লাহ , বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম সহ রকমারির আরও অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে মুনির হাসান বলেন , অনলাইনে বই কেনাবেচার জন্য রকমারি ডট কম একটি জনপ্রিয় ওয়েবসাইট । তিনি রকমারি ডট কম কে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক আনিসুল হক রকমারি ডট কমকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানান এবং রকমারি ডট কমের উদ্যোগের প্রশংসা করেন । অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও গান পরিবেশনার আয়োজন ছিল । রকমারি ডট কম এর গত বছরের অর্জন সম্পর্কে প্রধান নির্বাহী মাহমুদুল হাসান সোহাগ আইসিটি নিউজকে বলেন - ” গত বছরে রকমারি ২০ হাজার মানুষের কাছে ৫০ হাজার বই পৌঁছে দিয়েছে । তিনি জানান, আমরা গ্রাহকদের আরও ভাল সেবা দিতে চাই ” । গত বছরের ১৯ ই জানুয়ারি রকমারি ডট কমের যাত্রা শুরু হয় । অনলাইনে ( www.rokomari.com) বা ফোনে (০১৫ ১৯৫২ ১৯৭১-৫) অর্ডার দিলেই ঘরে বই পৌঁছে দেয় রকমারি । বই হাতে পাওয়ার পর মাত্র ৩০ টাকা সার্ভিস চার্জের বিনিময়ে পাওয়া যাবে যেকোনো পরিমান বই ।