সোমবার ● ২১ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গিগাবাইট থ্রি ইন ওয়ান প্যাকেজ উন্মুক্ত
গিগাবাইট থ্রি ইন ওয়ান প্যাকেজ উন্মুক্ত
২০ জানুয়ারি রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে গিগাবাইট মিট দ্যা প্রেস ২০১৩। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গিগাবাইট এর সেলস ডিরেক্টর এলান চ্যান, গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ইনচার্জ এলান সু, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর জেনারেল ম্যানেজার জাফর আহমেদ এবং গিগাবাইট বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত খাজা মো: আনাস খান।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার সম্পর্কে এলান চ্যান বলেন, “বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার খুবই সম্ভাবনাময়। আমরা এই বাজারে আমাদের পন্য ও সেবার মান আরও বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। ” গিগাবাইট এর বাংলাদেশি পার্টনার প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ বলেন, “গিগাবাইট এর পন্য পরিবেশন করে আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারন, গিগাবাইটের পন্যের মান এবং সেবা অন্য যেকোন ব্রান্ডের তুলনায় অনেক ভালো। তাছাড়া, বিক্রয়োত্তর সেবার প্রতি গিগাবাইটের পলিসি অনেক শক্তিশালি।” বাংলাদেশের বাজারে যারা স্বল্প খরচে গুনগত মানের কম্পিউটার কেনার কথা চিন্তা করেন তাদের জন্য গিগাবাইটের দুটি মডেলের থ্রি ইন ওয়ান প্যাকেজ উন্মুক্ত করা হয়। প্যাকেজগুলোর মডেল হচ্ছে জিএ-ই৩৫০এন এবং ডি৪২৫টিইউডি। উভয় প্যাকেজেই রয়েছে একটি গিগাবাইট মাদারবোর্ড, একটি ডুয়ালকোর প্রসেসর এবং একটি গ্রাফিক্সকার্ড। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্যাকেজ দুটির দাম যথাক্রমে ৬৫০০ টাকা এবং ৬২০০ টাকা নির্ধারন করা হয়েছে বলে ঘোষনা দেন খাজা মো: আনাস খান। তিনি আরও বলেন, এই প্যাকেজগুলোর মাধ্যমে মাত্র ১৫০০০ টাকার মধ্যে গুনগত মানের একটি এন্ট্রি লেভেল কম্পিউটার কেনা যাবে। ফলে, স্বল্প বাজেটের কারনে এখন আর ক্রেতাদের নিম্মমানের কম্পিউটার পন্য কিনতে হবে না। সংবাদ সম্মেলনে আগামী ১ থেকে ৬ মার্চ পর্যন্ত রাজধানীর আইডিবি ভবনে গিগাবাইট গেমিং প্রতিযোগিতা আয়োজনের ঘোষনা দেয়া হয়।