বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুই স্তরের পাসওয়ার্ড ব্যবস্থা চালুর পরামর্শ
দুই স্তরের পাসওয়ার্ড ব্যবস্থা চালুর পরামর্শ
বেশির ভাগ পাসওয়ার্ডই সহজে ভাঙা যায়। এ কারণে দুই স্তরের পাসওয়ার্ড ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে বৈশ্বিক পরামর্শদাতা প্রতিষ্ঠান দেলোয়েতে। খবর টেলিগ্রাফের।
প্রতিষ্ঠানটির দাবি, ৯০ শতাংশেরও বেশি পাসওয়ার্ড সহজেই ভাঙা সম্ভব। এমনকি আইটি ডিপার্টমেন্টও যেসব পাসওয়ার্ড মজবুত মনে করে, সেগুলোও ভেঙে ফেলা সম্ভব। দেলোয়েতের প্রযুক্তি বিভাগের প্রধান জয়লিয়ন বারকার বলেন, জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড থাকা ভালো। কিন্তু এর একটি সমস্যাও রয়েছে। বড় পাসওয়ার্ড মনে রাখা কঠিন।
তিনি আরো বলেন, পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য দুই স্তরের পাসওয়ার্ড ব্যবস্থা চালু করা সবচেয়ে শ্রেয়।
বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তিনি। তার ভাষায়, প্রথমে নিজস্ব অ্যাকাউন্টে ঢুকে একটি পাসওয়ার্ড দিতে হবে। ওই পাসওয়ার্ড মিললে তারপর অ্যাকাউন্ট ব্যবহারকারীর সেলফোনে আরেকটি পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটি আবার অ্যাকাউন্টে দেয়ার পর অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। এভাবে ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখা যাবে।
দেলোয়েতে জানায়, পাসওয়ার্ড ব্যবস্থা শক্তিশালী না করার কারণে প্রতি বছর শতকোটি ডলারেরও বেশি ক্ষতি হচ্ছে। লোকজন ইন্টারনেটে অর্থ লেনদেনে আগ্রহী হচ্ছে না। যেসব কোম্পানি অনলাইনে লেনদেন সম্পন্ন করে, তাদের সুনাম নষ্ট হয়।
গত বছরের জুনে দুর্বল ২৫টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করা হয়। সবচেয়ে বাজে পাসওয়ার্ড ছিল ‘password’। তালিকায় আরো ছিল ‘123456′ ‘abc123′। জন্মদিন অথবা কর্মস্থলের নাম দিয়ে পাসওয়ার্ড তৈরি করা হলে সেগুলো সহজেই ফাঁস হওয়ার আশঙ্কা থাকে বলে দেলোয়েতে জানায়।
সম্প্রতি ফেসবুক জানায়, প্রতিদিন হ্যাকাররা হাজার হাজার ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড ভেঙে ফেলছে। প্রতি ২৪ ঘণ্টায় ফেসবুকের ওয়েবসাইটে ন্যূনতম ১০০ কোটিবার লগইন হয়। এর মধ্যে ৬০ হাজার বারই অন্যদের অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করা হয়। গত বছর পেশাজীবীদের সামাজিক যোগাযোগের সাইট লিংকডইনের ৬৫ লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড হ্যাকাররা অনলাইনে ছেড়ে দেয়।