মঙ্গলবার ● ১৫ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হেলথ টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ
হেলথ টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ
কোর্সের নাম পরিবর্তনসহ নানা দাবি আদায়ে গতকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বিএসসি ইন হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। তাদের সাত সদস্যের একটি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
গতকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা মিছিল করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধার প্রতিবাদে সেখানেই তারা বিক্ষোভ করতে থাকেন। পরে তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো কর্মকর্তাকে না পেয়ে তারা স্মারকলিপিটি কাউন্টারে জমা দেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বর্তমান সিলেবাসের আলোকে কোর্সটির নাম পরিবর্তন করে ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি অথবা বিএসসি ইন ডেন্টিস্ট্রি করা এবং আন্তর্জাতিক মানের জব ডেসক্রিপশন প্রণয়ন, কোর্সকে বিএমডিসি অনুমোদন করে পাস করার পর প্র্যাকটিস রেজিস্ট্রেশন দেয়া, সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে কর্মসংস্থানের ব্যবস্থা, সারা দেশে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নাম ও সিলেবাসে কোর্স পরিচালনা এবং চার বছর একাডেমিক ও এক বছর ইন্টার্নশিপ চালু।
দাবিগুলো আদায়ে শিক্ষার্থীরা ১৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট, ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট, ২৪ জানুয়ারি বিএমডিসির সামনে অবস্থান ধর্মঘট, ২৮ জানুয়ারি রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।