বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » পর্ণ সাইট কে বন্ধ করতে এন্টি-পর্ণ সফটওয়্যার
পর্ণ সাইট কে বন্ধ করতে এন্টি-পর্ণ সফটওয়্যার
৷৷নিরাশ মামুন৷৷
বাংলাদেশের বর্তমান সময়ে ইভটিজিং ও নৈতিক অবয় অত্তান্ত রকমে বৃদ্ধি পেয়েছে তার করন কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে, যখন কোন তরুন বা তরুনী তার বিপরীত লিঙ্গে কোন মানুষের প্রতি যখন অনে বেশি আকৃষ্ট হয় তখন তারা নিজেরাও বুঝতে পারে না, তাদের কোন কাজ টি করলে অপরাধ হবে বা কোন কাজটি করা উচিত বা উচিত না। সেই সময়ে তারা পর্ন সাইট গুলোর প্রতি বেশি ঝুকে পরে। সেখান থেকেই শুরু হয় তরুন বা তরুনীদের সমাজিক অবয়।
একটি গবেষনায় দেখা গেছে ১৬-২৩ বয়সের তরুন তরুনীদের মধ্যে এর প্রকোপ অনেক বেশি। বর্তমানে বাংলাদেশের প্রায় ৮০ ভাগ তরুনদের মধ্যে এর প্রকোপ বেশি লণীয়।
এর জন্য আমরা কতোখানী দায়ী তা হয়তো পরিষ্কার ভাবে জানা যাবে না। তবে ইভটিজিং এর জন্য আমরা কতটুকু দায়ী তা সঠিক ভাবে বলতে না পারলেও আমাদের দেশের টিনএজ ছেলেদের মাঝে এ সমস্য প্রায়ই দেখা যায়। আর এই সমস্যর অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্ণ থেকে। আজ আমাদের দেশে এর প্রভাব ব্যাপক ভাবে দেখা যাচ্ছে। ধ্বংসের মুখে আজ আমাদের এই তরুন সমাজ। পর্ণ নেশায় জড়িত এ সব তরুন-তরুনিদের প্রায় ৭০ ভাগই নষ্ট হয়ে যাচ্ছে শিার প্রায় প্রাথমিক স্তরেই।
আপনি একবার আপনার মনকে প্রশ্ন করুন, ভাবুন আপনারই ছোট কোন আদরের ভাই বোন বা আপনার সন্তান যদি আপনারই চোখের সমনে নষ্ট হয়ে যায়, সে মুহূর্তে আপনার অনুভূতি কেমন হবে। সমাজে যখন আপনারই সেই ভাই বা বোন যখন কীটের মতন অপদার্থ, নষ্টা এবং লজ্জাকর ভাবে জীবন যাপন করবে তখন আপনার কেমন লাগবে। কিন্তু সেই সময় হয়তো তাকে এই জীবন থেকে ফিরিয়ে আনাও সম্ভব হবে না।
বাংলাদেশের তরুন-তরুনীদের এই দূরাবস্থার এভাবে আর একটুকুও বাড়তে দেয়া যাবে না। এজন্য আমাদেরকেই নিজের এবং অন্যার প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আর এই প্রতিরোধের কথা বিবেচনা করে আমাদের “বাংলাদেশ সাইবার আর্মি” এবং হ্যাকার আলমাস এক হয়ে তৈরি করেছে বাংলাদেশের প্রথম ফ্রী এন্টি পর্ণ সফটওয়্যার
BDAnti-Porn v1.0.0.0 প্রায় ৬০০+ ইন্টারন্যাশনাল ও বাংলাদেশী পর্ণ এর সাথে সংশ্লিষ্ট ওয়েব সাইট, চ্যাট সাইট, ইমেজ ও ভিডিও সাইট মাত্র এক কিকে বন্ধ করতে পারবে এই BDAnti-Porn v1.0.0.0
বর্তমানে অনেকেই এখন পর্ণ কে খুবই সাধারন ভাবে দেখেন। হয়তো এমন এক সময় পর্ণ কাজে সম্পূত থাকাও একটি সাধারন ব্যাপার হয়ে দাড়াবে। আর এর সব নমুনার পরিচয় বা বর্ণনা দেয়া হয়েছে পবিত্র “কুরআন মাজীদে”। মানুষের মৃত্যু যে হবেই এর কোন নিস্তার নেই। আর আপনার দুষ্ট কর্মের শাস্তিও যে একদিন হবেই এরও কোন নিস্তার নেই। আসুন এই পৃথিবীতে আমরা যতটুকু সময় আছি ততটুকুই ভাল কাজ করি, ভাল কাজে মানুষকে প্রেরনা জোগাই তাহলেই আমাদের দেশ সোনার বাংলাদেশে রূপ নেবে।
ফটওয়্যারটি ডাউনলোড করার লিংক দেওয়া হল:
http://www.mediafire.com/?devmdk5w99fc69a