বুধবার ● ৯ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ই-কমার্স জনপ্রিয় করতে সচেতনতা জরুরী
ই-কমার্স জনপ্রিয় করতে সচেতনতা জরুরী
ই-কমার্স নিয়ে সারা দেশে সচেতনতা তৈরি করলে নতুন যুগের এই বাণিজ্য পদ্ধতি জনপ্রিয় হবে। আর এ কার্যক্রম ছড়িয়ে দিতে প্রয়োজন সবার সচেতনতা। ‘ই-কমার্স সপ্তাহ ২০১৩’ অংশ হিসেবে গত সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘ব্যবসা পরিচালনায় ই-কমার্স: সম্ভাবনা ও সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
বৈঠকে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর নাজনীন সুলতানা বলেন, আমরা খুব সহজেই দেশের পণ্য সহ বিদেশের সব ধরনের পণ্য ঘরে বসে অনলাইনে পেতে পারি। এর জন্য আমদেরকে ই-কমার্সের দিক আরো ভালো জোরদার করে তুলতে হবে। আমাদের দেশের একটি বড় সমস্যা ছিল অনলাইন পেমেন্ট সিস্টেম। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এই পেমেন্ট সিস্টেম সমাধান করছে। বাংলাদেশকে ডিজিটাল করতে হলে ই-কমার্সেরও গুরুত্ব রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর বলেন, ই-কমার্স একটি নতুন ধরনা। ই-কমার্স বাংলাদেশে সুন্দর ভাবে চালু হবে এবং জনগনের আস্থা অর্জন করতে পারলে বাংলাদেশে ই-কমার্স খুব ভালো করতে পারবে।
বৈঠকে আরও বক্তব্য দেন এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ভিসা ক্রেডিট কার্ডের ভারত ও দক্ষিণ এশিয়ার কান্ট্রি ম্যানেজার উত্তম নায়েক, এনস্টেইজের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বিপিন তরো এবং বেসিসের সভাপতি ফাহিম মাশরুর।