সোমবার ● ৭ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ই-বুকের জনপ্রিয়তা বাড়ছে
ই-বুকের জনপ্রিয়তা বাড়ছে
সময়ের সাথে সাথে ই-বুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পশ্চিমা বিশ্বের দেশগুলোতে ই-বুকের ব্যবহার বেড়ে চলার সাথে সাথে ছাপা বইয়ের ব্যবহার কমতির দিকে। গত বছরে যুক্তরাজ্যেও একই চিত্র পাওয়া গেছে। নিয়েলসেন বুক স্ক্যানের সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নিয়েলসেনের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে গত বছরে ছাপা বইয়ের বিক্রি কমে গেছে প্রায় ৭৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ। গত বছরে মোট ছাপা বই বিক্রি হয়েছে ১.৫১৪ বিলিয়ন পাউন্ডের। যা আগের বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ কম। অন্যদিকে ই-বুকের জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকায় ই-বুক গত বছরে মোট বই বিক্রির প্রায় ১৩-১৪ শতাংশ স্থান দখল করে নিয়েছে। এই পরিমাণ আবার আগের বছরের ই-বুক বিক্রির প্রায় ৫ শতাংশ বেশি। ই-বুক রিডারের পাশাপাশি স্মার্টফোন এবং ট্যাবলেট পিসিতেও ই-বুক পড়ার সুবিধা চালু থাকার কারণেই ই-বুকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলেই জানিয়েছে তারা। - এস.ই