সোমবার ● ৭ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » নতুন বছরে এইচপি’র এক্সচেঞ্জ অফার
নতুন বছরে এইচপি’র এক্সচেঞ্জ অফার
দেশে প্রযুক্তিবাজারে পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আবাহনের রীতি যুক্ত করলো কম্পিউটার সোর্স। নতুন বছরে পুরাতন সচল বা অচল যে কোনো ব্রান্ডের ল্যাপটপ কিংবা ডেস্কটপ পিসি বদল করে এইচপি কম্প্যাক ব্রান্ডের সম্পুর্ণ নতুন ল্যাপটপ কেনার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রান্তিক ভোক্তা ছাড়াও কর্পোরেট, ব্যাংক, সরকারি বা বেসরকারী অফিস, গ্রুপ অব কোম্পানির পুরোনো বা নষ্ট পিসিও এই অফারের অন্তর্ভুক্ত। অফার অনুযায়ী, ২১ হাজার ৯৯৯ টাকার বিনিময়ে প্রথম ৫০০টি কম্পিউটারের ক্ষেত্রে এই অফার গ্রহণ করা যাবে। ডেস্কটপ পিসির ক্ষেত্রে মনিটর, কি-বোর্ড, মাউস সম্পন্ন সিপিইউ-কে একটি পিসি হিসেবে বিবেচনা করা হবে।
প্রযুক্তিবর্জমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কম্পিউটার সোর্স এর পক্ষ থেকে ‘পুরোনো বদলে নতুন নিন’ অফারে জমা পড়া অচল পিসি নিয়ম অনুযায়ী বিনষ্ট করা হবে এবং সচল কম্পিউটারগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। বিনামূল্যে এসব পিসি পেতে info@computersourcebd.com ঠিকানায় আবেদন করতে হবে।