শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ওএলইডি টিভি বিক্রি শুরু করল এলজি
ওএলইডি টিভি বিক্রি শুরু করল এলজি
টেলিভিশনের বাজারে শীর্ষে থাকা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিকস প্রথমবারের মতো অরগ্যানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) টেলিভিশন বিক্রি শুরু করেছে। পরবর্তী প্রজন্মের এ টেলিভিশন অনলাইনে বিক্রির জন্য ক্রয়াদেশ নিচ্ছে এলজি। এ টেলিভিশন দিয়ে বাজারে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার আরেক প্রতিষ্ঠান স্যামসাংকে টেক্কা দিতে চাইছে এলজি। খবর ব্লুমবার্গের।
প্রায় এক বছর আগে ৫৫ ইঞ্চির ওএলইডি টেলিভিশন প্রদর্শন করে স্যামসাং ও এলজি। সাধারণ এলসিডির চেয়ে পাঁচ ও এলইডির চেয়ে চার গুণ বেশি দাম ধরা হয়েছে ওএলইডি টেলিভিশনের। আগামী ফেব্রুয়ারি থেকে অনলাইনের পাশাপাশি বিভিন্ন স্টোরে এ টেলিভিশন বাজারজাত শুরু করবে প্রতিষ্ঠানটি।
এলসিডির তুলনায় ওএলইডি টেলিভিশন বিদ্যুত্সাশ্রয়ী। এ ছাড়া এগুলোর ডিসপ্লে এলসিডি টেলিভিশনের চেয়ে বেশি।
বর্তমানে টেলিভিশনের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজি। আগামী ফেব্রুয়ারি থেকে ওএলইডি টেলিভিশন দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৪০০টি দোকানে প্রদর্শন করা হবে। এ ছাড়া বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের বাজারে এটি আসবে।
দক্ষিণ কোরিয়ার বাজারে ৫৫ ইঞ্চি মডেলের টেলিভিশনটি বিক্রি করা হবে ১০ হাজার ৩০০ ডলারে, যা এলজির এলইডি টেলিভিশনের চেয়ে চার গুণ বেশি। এ ছাড়া এলজির এলসিডির চেয়ে ওএলইডি টেলিভিশনের দাম পাঁচ গুণ বেশি।
টেলিভিশনটি বিক্রির ঘোষণা দেয়ার পর এলজির শেয়ারের দাম গত বুধবার ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওএলইডির প্যানেল তৈরি করা এলজি ডিসপ্লে কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।
গবেষণা সংস্থা ডিসপ্লে সার্চের তথ্যানুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী ৫০ হাজার ওএলইডি টেলিভিশন বিক্রি হবে। আগামী বছর এর পরিমাণ দাঁড়াবে ১৭ লাখ ইউনিট। সব ধরনের টেলিভিশন মিলিয়ে চলতি বছর বিশ্বব্যাপী ২৫ কোটি টেলিভিশন বিক্রি হবে।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ওরি ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের বিশ্লেষক সোফিয়া কিম বলেন, টেলিভিশনটি বাজারে ছাড়া এলজির জন্য অনেক তাত্পর্যপূর্ণ। এ বাজার কাজে লাগিয়ে তারা শীর্ষে উঠতে চায়।
তিনি আরও বলেন, দুই তিন বছরের মধ্যে ওএলইডি টেলিভিশনের দাম কমে আসবে। বর্তমানের তুলনায় অর্ধেক দামে এটি পাওয়া যাবে।
বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ও নোটে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়। কিন্তু টেলিভিশনে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করছে স্যামসাং ও এলজি। - এসবিবি