শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » আইফোন ও আইওএসের পরবর্তী সংস্করণের কাজ চলছে
আইফোন ও আইওএসের পরবর্তী সংস্করণের কাজ চলছে
পরবর্তী প্রজন্মের আইফোন ও আইওএস (অ্যাপলের অপারেটিং সিস্টেম) নিয়ে কাজ করছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ খবর প্রকাশের পর গত বুধবার অ্যাপলের শেয়ারের দাম নাসডাক শেয়ারবাজারে ৩ শতাংশ বেড়ে ৫৪৬ ডলার ১১ সেন্টে দাঁড়ায়।
নেক্সট ওয়েব জানায়, অ্যাপলের বেশ কিছু অ্যাপ ডেভেলপার তাদের অ্যাপ ব্যবহার লগে আইফোন ৬.১ ও আইওএস ৭ অপারেটিং সিস্টেম সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন। এর আগে আইফোন ৫ ছাড়ার আগে এসব অ্যাপ ডেভেলপারের কাছে আইফোন ৫.১ ও আইফোন ৫.২ সম্পর্কিত কিছু তথ্য এসেছিল। আর অপারেটিং সিস্টেম হিসেবে বলা হয়েছিল আইওএস ৬ অপারেটিং সিস্টেমের কথা।
নেক্সট ওয়েবের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইওএস ও ডিভাইস সম্পর্কিত ডাটা জাল হতে পারে, কিন্তু যে আইপি থেকে এ তথ্য এসেছে তা অ্যাপলের কুপার্টিনো ক্যাম্পাসের। তাই এটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে প্রযুক্তি বিশ্লেষণ প্রতিষ্ঠান রেমন্ড জেমসের বিশ্লেষক তাভিস ম্যাকোর্ট বলেন, নতুন আইফোনের নাম আইফোন ৫এস রাখা হতে পারে। আইফোন ৬ হওয়ার সম্ভাবনা খুবই কম।
নতুন একটি সংস্করণে যাওয়ার আগে অ্যাপল সাধারণত আগের সংস্করণের সঙ্গে একটি এস জুড়ে দিয়ে একটি স্মার্টফোন ছেড়ে থাকে। এর আগে আইফোন থ্রিজির পর থ্রিজিএস ছাড়া হয়েছিল। এ ছাড়া আইফোন ৪-এর পরে ছাড়া হয়েছিল আইফোন ৪এস। এ হিসেবে নতুন আইফোনের নাম আইফোন ৫এস হওয়াই যুক্তিযুক্ত বলে জানান ম্যাকোর্ট। - এসবিবি