মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » সিলিকন ভ্যালির পথে চীনের চেংদু
সিলিকন ভ্যালির পথে চীনের চেংদু
।। আমিনুর রহমান ।। পরবর্তী সিলিকন ভ্যালি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চীনের প্রযুক্তি নগরী চেংদু। ১৩০ বর্গ কিলোমিটারের এ শহরে ২৯ হাজার হাইটেক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। ইতিমধ্যে তৈরি হয়েছে ‘হাইটেক পণ্য নির্মাণকারী অঞ্চল’ হিসেবে স্বীকৃতি দিয়েছে চীন সরকার। চীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা লেনোভো, হুয়াই, জেডটিই এবং প্রতিবেশী দেশ তাইওয়ানের ফক্সকনের কারখানা রয়েছে এই শহরে। অন্যদিকে ইন্টেল, ফুজিৎসু, আইবিএম, এইচপি মাইক্রোসফট, উবিসফট, মটরোলা, নকিয়া, এরিকসন এবং ডেলের মতো বিশ্ব নন্দিত দামি ব্র্যান্ডগুলোও সূতিকাগার এখানে। অ্যাপলের আইপ্যাডের ৫০ ভাগ পণ্য তৈরি হয় এই নগরীতে। পাশাপাশি ইন্টেল চিপের অর্ধেকের যোগান দেয় চেংদু। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শিশুতোষ গেম নির্মাতা প্রতিষ্ঠান গুড টিম মুখপাত্র লিউই জিয়ে বলেন, শুরুর দিকে তেমন সাড়া পাওয়া না গেলেও এখন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের ধারণা বদলেছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরে তথ্যপ্রযুক্তি খাত থেকে চেংদুর আয়ের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার। ডেস্কটপ ও ল্যাপটপ মিলিয়ে এখানে উৎপাদিত কম্পিউটারের সংখ্যা ৫ কোটি। আর ২০১৫ সাল নাগাদ এ সংখ্যা ২৩ কোটি ছাড়িয়ে যাবে। বিশ্লেষকদের মতে, সাশ্রয়ী মূল্যের পাশাপাশি সরকারের প্রযুক্তিবান্ধব নীতিমালাই চেংদুকে আজকের অবস্থানে এনেছে।