সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হচ্ছে গুগল
মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হচ্ছে গুগল
বিশ্বের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের অফিস সফটওয়্যার শিল্পে প্রতিদ্বন্দ্বী হচ্ছ গুগলের অ্যাপলিকেশন। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কাজের জন্য মাইক্রোসফট অফিসের ওপর নির্ভর করলেও এখন অনেকেই বিকল্প হিসাবে গুগলের অফিস অ্যাপের দিকে ঝুকছে। গুগল অ্যাপের মাধ্যমে কম খরচে অফিসের কাজ করতে পারছে প্রতিষ্ঠানগুলো। এর ফলে মাইক্রোসফট অফিসের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে গুগল। দীর্ঘ ছয় বছর ধরে অফিস ব্যাবস্থাপনার সফটওয়্যার তৈরি করেছে গুগল। বর্তমানে মাইক্রোসফটের অফিসের চেয়ে কম খরচে গুগল এ সেবা দিচ্ছে। অবাক করার ব্যাপার হলো, এ জন্য ডেস্কটপে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না। ইন্টারনেটে জিমেইল দিয়েই ব্যবহার করা যায় অফিস অ্যাপ। ছোট সেবা গ্রহীতা প্রতিষ্ঠানগুলো এ কারণে গুগলের অফিস অ্যাপ ব্যবহার করছে। অনেকে এর কারিগরি দক্ষতায় মুগ্ধ হয়ে গুগলের অফিস অ্যাপ ব্যবহার শুরু করেছে। সুইজারল্যান্ডের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান হফম্যান লা রোচ বর্তমানে গুগলের অ্যাপ ব্যবহার করেছে। এ প্রতিষ্ঠানের ৮০ হাজারেরও বেশি কর্মী এখন অফিসের বিভিন্ন কাজ গুগল অ্যাপের মাধ্যমে সম্পন্ন করছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রণালয়ের ৯০ হাজারেরও বেশি কর্মী মাইক্রোসফট ছেড়ে এ গুগলের অফিস অ্যাপ ব্যবহার শুরু করছেন। গুগলের এ প্যাকেজ ব্যবহার করতে বছরে প্রত্যেক ব্যক্তিকে ব্যয় করতে হয় মাত্র ৫০ ডলার। নতুন নতুন অনেক সেবা অফিসের মধ্যে যোগ করলেও এর দাম শুরু থেকে অপরিবর্তিত রেখেছে গুগল। অন্য দিকে মাইক্রোসফটের অফিস সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায় না। পিসি অথবা ল্যাপটপে এটি ইনস্টল করতেই হয়। একটি পিসির জন্য এ সফটওয়্যারটি কিনতে ব্যবসায়প্রতিষ্ঠানগুলোকে ব্যয় করতে হয় ৪০০ ডলার। এ ছাড়া প্রতি বছর নতুন সংস্করণের অফিস অ্যাপ আনার সময় এর দাম বাড়ায় মাইক্রোসফট। গুগলের অফিস অ্যাপ সম্পর্কে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) বিশ্লেষক মেলিসা ওয়েবস্টার বলেন, গুগল ধীরে ধীরে এ বাজারে সুনাম অর্জন করছে। শুরুতে গুগলের অ্যাপটি ছিল সাদামাটা থাকলেও সময়য়ের পরিবর্তনে নিত্যনতুন ফিচার যোগ করায় এটি কার্যক্ষম একটি সফটওয়্যারে পরিণত হয়েছে। গুগলের অ্যাপের আরো বড় একটি সুবিধা এটি কাউড-ভিত্তিক। ইন্টারনেটের মাধ্যমেই এটির পুরো কাজ সম্পন্ন করা যায়। বিষয়টিতে নতুনত্ব থাকায় অনেক প্রতিষ্ঠানই এ বিষয়ে আগ্রহী হচ্ছে। সম্প্রতি এক প্রতিবেদনে গার্টনার জানিয়েছে, অফিসের বাজারে ক্রমেই মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে গুগল। বর্তমানে গুগলের অফিস অ্যাপ ব্যবহার করছেন শতাধিক প্রতিষ্ঠানের ৩০ হাজারেরও বেশি কর্মী। তবে অফিসের বাজারে গুগলের এগিয়ে যাওয়া নিয়ে আপাতত শঙ্কিত নয় মাইক্রোসফট