বৃহস্পতিবার ● ২৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » জমে উঠেছে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’
জমে উঠেছে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ ডিসেম্বর ২০১২ শুরু হয়েছে হালনাগাদ তথ্যপ্রযুক্তিপণ্যের আন্তর্জাতিক মানের জমকালো প্রদর্শনী ‘বিসিএসআইসিটিওয়ার্ল্ড ২০১২’। প্রথম দিনেই জমে উঠে এ প্রদর্শনী। এর রেশ ছিল বুধবারও। নতুন প্রজন্মের উচ্ছ্বসিত পদচারণা আর জম্পেস বিকিকিনিতে প্রদর্শনী প্রাঙ্গনে এদিন ছিল প্রাণের মেলা। তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল জীবনধারাভিত্তিক হালনাগাদ পণ্যের প্রদর্শনী ছাড়াও বুধবার ছিল সেমিনার, কুইজ প্রতিযোগিতা, সেলিব্রেটি শো, কৌতুক পরিবেশনা ইত্যাদি আয়োজন।
বিকেল তিনটায় অনুষ্ঠিত ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং এবং ওপেন সোর্স : অবারিত ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পরামর্শক মুনির হাসান। আলোচক ছিলেন ওয়ার্ল্ড ইনফেরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের পরিচালক এস.এম. ইকবাল ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু। প্রগতি সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. শাহাদত উল্যাহ খান সেমিনারটি সঞ্চালনা করেন। আউটসোর্সিং নিয়ে দিক নির্দেশনা মেলে এ সেমিনারে।
সেমিনার শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেলিব্রেটি শো ও কৌতুক পরিবেশনা। দুই বাংলার জনপ্রিয় কমেডি শো’ মিরাক্কেলের তিন বাংলাদেশী রত এতে দর্শকদের মন ভরিয়েছেন। এর আগে দুপুরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। আর দিনভর ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন তো ছিলই। এর আগেরদিন মঙ্গলবার সন্ধ্যায় প্রাণচঞ্চল আড্ডা আর মিষ্টি সুরে দর্শকদের মাতিয়েছেন কন্ঠশিল্পী প্রীতম। প্রদর্শনী উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে আকর্ষনীয় তথ্যপ্রযুক্তি পণ্য পুরস্কার আর কেনাকাটায় নানা উপহার। বাংলাদেশ কম্পিউটার সমিতি এ প্রদর্শনী আয়োজন করছে।মেলা চলবে ২৯ ই ডিসেম্বর পর্যন্ত ।