রবিবার ● ২৩ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » স্মার্টফোনের বাজার দখল করতে গুগলের এক্স ফোন
স্মার্টফোনের বাজার দখল করতে গুগলের এক্স ফোন
স্মার্টফোনের বাজার যেভাবে বিশ্বব্যাপী বেড়ে চলেছে, তাতে করে প্রযুক্তি বিশ্বের সকলেই ঝুঁকে পড়েছে এই স্মার্টফোন উত্পাদনের দিকে। অনলাইন সার্চ জায়ান্ট গুগলও স্মার্টফোনের রাজ্যে প্রবেশ করেছে আগেই। তাদের ‘নেক্সাস’ সিরিজ দিয়ে ইতোমধ্যেই বাজারে নিজেদের সরব উপস্থিতির প্রমাণ দিয়েছে। আর স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ডিভাইসগুলো তৈরিতে সর্বোচ্চ মান নিশ্চিত করতেই তারা সাড়ে ১২ বিলিয়ন ডলারে কিনে নেয় মটোরোলাকে। তবে গুগল তাদের নেক্সাস স্মার্টফোন দিয়েও আইফোন কিংবা গ্যালাক্সি স্মার্টফোনের সাথে পাল্লা দিয়ে উঠতে পারেনি। তবে হতাশ হওয়ার পাত্র নয় গুগল। আর তাই এবারে তারা স্মার্টফোনের বাজারের দুই জায়ান্ট স্যামসাং আর অ্যাপল’র সাথে বাজারের শীর্ষস্থান দখলে নিয়ে আসতে যাচ্ছে নতুন স্মার্টফোন। আর এই ফোনের কোডনাম রাখা হয়েছে ‘এক্স ফোন’। ওয়াল স্ট্রিট জার্নালের এক সংবাদে এই তথ্য প্রকাশ করা হয়। তারা জানিয়েছে, গুগল’র কিছু কর্তাব্যক্তির কাছেই তারা এই খবর লাভ করেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, গুগল তাদের নতুন ‘এক্স ফোন’কে বাজারের যেকোনো স্মার্টফোনের চাইতে ভিন্নরূপে নিয়ে আসতে চায়। আর সে কারণেই আপাতত তারা এই ফোনে চমকপ্রদ সব ফিচার যুক্ত করার জন্য গবেষণায় সময় কাটাচ্ছেন। চমকপ্রদ এসব ফিচারের মধ্যে যেমন নমনীয় ডিসপ্লে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে গুগল’র। আবার কিছুদিন আগেই গুগল কিনে নিয়েছে ‘ভিউডল’ নামের একটি প্রতিষ্ঠান যারা বিভিন্ন ডিজিটাল ডিভাইসে কোনো ছবি, ইশারা বা নড়াচড়াকে সনাক্ত করতে সক্ষম। ‘এক্স ফোনে’ তাই জেশচার রিকগনিশনের মতো ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। আসলে আমরা যেভাবে স্মার্টফোনকে দেখে এসেছি, স্মার্টফোনে তার থেকে একেবারেই ভিন্ন একটি অভিজ্ঞতা সবাইকে উপহার দিতেই এই ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছে গুগল এবং মটোরোলা। এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য অবশ্য পাওয়া যায়নি গুগল’র কাছ থেকে। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, নেক্সাস ফোন গুগল’র জন্য মূলত ছিল একটি পরীক্ষামূলক উদ্যোগ। নেক্সাস ফোনের মাধ্যমে তারা হার্ডওয়্যার ডিভাইসে নিজেদের প্রকৃত অবস্থাকে যাচাই করে নিয়েছে। আর এবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই তারা আনবে ‘এক্স ফোন’। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘এক্স ফোন’ স্মার্টফোনের যাত্রা সফল হলে ‘এক্স ট্যাব’ কোডনামের ট্যাবলেট পিসি বাজারে নিয়ে আসবে গুগল। গুগল-মটোরোলার এসব যৌথ উদ্যোগ অ্যাপল বা স্যামসাংয়ের জন্য কিছু হলেও চিন্তার কারণ বটে।