শনিবার ● ২২ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » উইন্ডোজ ৮ থেকে ৩০ শতাংশ আয় করার পরিকল্পনা এইচপির
উইন্ডোজ ৮ থেকে ৩০ শতাংশ আয় করার পরিকল্পনা এইচপির
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এইচপি আগামী বছর তাদের মোট আয়ের ২৫-৩০ শতাংশ অর্থ উইন্ডোজ ৮ পিসি থেকে আয় করতে চাইছে। খবর মানি কন্ট্রোলের।
এইচপি ইন্ডিয়ার প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেমের সভাপতি রাজিব শ্রীবাস্তব বলেন, ‘উইন্ডোজ ৮ নতুন অপারেটিং সিস্টেম। তাই যদি আগামী বছর এখান থেকে ২৫-৩০ শতাংশ আয় আসে, তাও আমরা খুশি।’ তিনি জানান, নতুন এ অপারেটিং সিস্টেম নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। তবে বেশির ভাগই ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার হচ্ছে।
চলতি বছরের অক্টোবরে পিসি, ট্যাবলেট, স্মার্টফোনসহ সব ধরনের কম্পিউটিং যন্ত্রে ব্যবহারপোযোগী উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ে মাইক্রোসফট করপোরেশন।
সম্প্রতি ৬০ থেকে ৭২ হাজার রুপির মধ্যে দুটি নতুন আলট্রাবুক ও একটি অল ইন ওয়ান বাজারে ছাড়ে এইচপি। রাজিব বলেন, এইচপির নতুন অত্যন্ত পাতলা নোটবুক, হালকা গড়নের অল ইন ওয়ান আর উচ্চক্ষমতাসম্পন্ন পিসির নকশা করা হয়েছে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে। বাজারে নতুন অপারেটিং সিস্টেমসংবলিত পিসি ২০ হাজার রুপিতেও পাওয়া যাবে। তবে বহনযোগ্য যন্ত্রগুলোর দাম একটু বেশিই হবে।
শ্রীবাস্তব আশা করছেন, হাইডেফিনিশন ক্যামেরা, দীর্ঘক্ষণ চলনক্ষম ব্যাটারি, উচ্চতর নিরাপত্তার মতো বৈশিষ্ট্যের কারণে ভারতের বাজারে এইচপি ভালো অবস্থানে আছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের মতে, ২০১২ সালের সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের বাজারে এইচপি বহনযোগ্য পিসিসহ অন্যান্য পিসির বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কমে ২৯ লাখে এসে দাঁড়ায়।