শনিবার ● ২২ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » মাল্টিপ্ল্যানে জমে উঠেছে ডিজিটাল আইসিটি মেলা
মাল্টিপ্ল্যানে জমে উঠেছে ডিজিটাল আইসিটি মেলা
জমে উঠেছে মাল্টিপ্ল্যান ডিজিটাল আইসিটি ফেয়ার কম্পিউটার মেলা। রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির এই মেলাকে ঘিরে ক্রেতা-দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। হরতালের কারণে গতকাল মেলার দ্বিতীয় দিনে শুরুতে লোক সমাগম কম থাকলেও দুপুরের পর থেকে দর্শনার্থীদের ভিড় হয়। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, দর্শনার্থীরা হালনাগাদ প্রযুক্তির পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছে, কেনাকাটাও করছে কমবেশি। আগামীকাল থেকে মেলায় ক্রেতার সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। কম দামে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরাসহ নানা ধরনের সফটওয়্যারও পাওয়া যাচ্ছে মেলায়।
মেলায় কিউবি মডেম কিনলে ক্রেতারা পাবেন টার্টেল ব্যাগ উপহার। বুলগার্ড অ্যান্টিভাইরাস ৫০ শতাংশ ছাড়ে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। তোশিবা ল্যাপটপ কিনলেই পাওয়া যাবে একটি সিম্ফনি টাচ মোবাইল। আজ সকাল ১০টায় মাল্টিপ্ল্যান সেন্টারের ১৪ তলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে শিশুরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ছয় দিনের এ মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে।