বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্বাস্থ্য ও শিক্ষা খাতে ৫০ কোটি ডলার দান করলেন জাকারবার্গ
স্বাস্থ্য ও শিক্ষা খাতে ৫০ কোটি ডলার দান করলেন জাকারবার্গ
শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সিলিকন ভ্যালি কমিউনিকেশন ফাউন্ডেশনে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য ৫০ কোটি ডলার দান করেছেন। ফেসবুকে থাকা জাকারবার্গের স্বত্ব থেকে ৫০ কোটি ডলার মূল্যের শেয়ার এ খাতে দান করলেন তিনি। খবর এনডিটিভির।
গত মঙ্গলবার জাকারবার্গ এ বিষয়ে এক ফেসবুক পোস্টে জানান, এখন থেকে সিলিকন ভ্যালি কমিউনিকেশন ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। ২৮ বছর বয়সী জাকারবার্গের ফেসবুকে থাকা স্বত্বের বর্তমান মূল্য ১ হাজার ১০০ কোটি ডলার। এর আগে ২০১০ সালে নিউজার্সির কয়েকটি সরকারি বিদ্যালয়ে ১০ কোটি ডলার দান করেছিলেন তিনি।
এ সম্পত্তি দান করার সঙ্গে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটেরও অবদান রয়েছে। এ দুজন ২০১০ সাল থেকে এ নিয়ে প্রচার শুরু করেন। যুক্তরাষ্ট্রের বিলিয়নেয়ারদের তাদের সম্পত্তির ন্যূনতম অর্ধেক দান করার আহ্বান জানান তারা। জীবিত অবস্থায় অথবা তাদের মৃত্যুর পর এ সম্পত্তি দেয়ার জন্য অনুরোধ করেন তারা। এ ছাড়া কী খাতে এবং কী কারণে এ সম্পত্তি দান করা হচ্ছে, এ বিষয়ে একটি চিঠি লিখে জনসমক্ষে প্রকাশেরও আহ্বান জানান তারা।
ফেসবুক পোস্টে জাকারবার্গ জানান, ফেসবুকের ১ কোটি ৮০ লাখ শেয়ার তিনি সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশনে দান করছেন। এর মাধ্যমে নতুন করে কোনো উন্নয়ন প্রকল্প শুরু করা যাবে। গত মঙ্গলবার ফেসবুকের প্রতিটি শেয়ারের দাম ছিল ২৭ ডলার ৩১ সেন্ট। এ হিসেবে তার দান করা অর্থের পরিমাণ দাঁড়ায় ৪৯ কোটি ৮৮ লাখ ডলার।
২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। এরপর ধীরে ধীরে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইটে পরিণত হয়। বর্তমানে সাইটটির ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়েছে। গত ১৮ মে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ফেসবুক। এর প্রতিটি শেয়ারের দাম ৩৭ ডলার হিসেবে ছাড়া হলেও ধীরে ধীরে এর শেয়ারের দাম কমতে থাকে। - এসবিবি