বুধবার ● ১৯ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের নতুন সিইও নিযুক্ত হলেন বিবেক সুদ
গ্রামীণফোনের নতুন সিইও নিযুক্ত হলেন বিবেক সুদ
গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টরস বিবেক সুদ কে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। বিবেক সুদ আগামী ৭ জানুয়ারি ২০১২ তে বর্তমান সিইও টোরে ইয়ানসেন এর স্থলাভিষিক্ত হবেন।
টেলিনর গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও গ্রামীণফোন বোর্ড এর চেয়ারম্যান সিগভে ব্রেক্কে বলেন, “বোর্ড অফ ডিরেক্টরর্স বিবেক সুদ কে গ্রামীণফোনের নতুন সিইও হিসেবে নিয়োগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক মোবাইল ফোনের বাজারে তার অভিজ্ঞতা বাংলাদেশের নেতৃস্থানীয় মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোনের অবস্থান আরো শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আমি নিশ্চিত।”
ভারতীয় মোবাইল অপারেটর ইউনিনর এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফিনান্সিয়াল অফিসার পদ থেকে বিবেক সুদ গ্রামীণফোনের দায়িত্ব নিলেন। ৪ কোটি ২০ লক্ষ গ্রাহক নিয়ে ইউনিনর ভারতে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জনকরী অপারেটরগুলোর অন্যতম । ইউনিনর এর সিএফও হিসেবে তিনি সাফল্যের মাত্রা নির্ধারণ ও আর্থিক লক্ষ্য অর্জনের দায়িত্বে ছিলেন। তার ২২ বছরের চাকুরী জীবনে তিনি টাটা এআইজি লাইফ ইন্সুরেন্স, হাচিসন টেলিকম, টুপারওয়্যার ইন্ডিয়া এবং হিন্দুস্থান লিভার (ইউনিলিভার) এ উচ্চপদে কাজ করেছেন।
গ্রামীণফোনের নব নিযুক্ত সিইও বিবেক সুদ বলেন,”আমার পুরো কর্মজীবনে আমি সবসময় ব্যবসা গড়ে তোলার প্রবল আগ্রহ ও উৎসাহ দ্বারা পরিচালিত হয়েছে। তাই বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর ও অন্যতম স্বীকৃত ব্র্যান্ড গ্রামীণফোনের নেতৃত্ব প্রদানের সুযোগ পেয়ে খুবাই আনন্দিত। আমি গ্রাহক, কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আরো সুবিধা দেয়ার গ্রামীণফোনকে তৈরী করার লক্ষ্যে এর কর্মীদের সাথে কাজ করতে আগ্রহের সাথে অপেক্ষা করছি ”
বিবেক সুদ, ২০১১ এর মার্চ মাস থেকে গ্রামীণফোনের সিইও এর দায়িত্বপালনকারী টোরে ইয়ানসেন এর স্থলাভিষিক্ত হবেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী টোরে ইয়ানসেন তার অবসর গ্রহণের বয়সে (৬৫) পৌছে, টেলিনর গ্রুপের ব্যাংককে অবস্থিত এশিয়া রিজিয়ন অফিসে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ গ্রহণ করে টেলিনরে তার সুদীর্ঘ চাকুরীজীবনকে আরো দীর্ঘায়িত করবেন। মালয়শিয়া, থাইল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ এই চারটি এশিয়ান দেশে টেলিনরের মোবাইল কোম্পানিগুলোকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা সম্পন্ন টোরে ইয়ানসেন এশিয়াতে টেলিনর গ্রুপের অব্যাহত উন্নয়নে জোড়ালো ভূমিকা রাখতে পারবেন।
সিগভে ব্রেক্কে বলেন,” গ্রামীণফোনের প্রতি তার নিবেদিতপ্রাণ ভূমিকার জন্য বোর্ড অফ ডিরেক্টরর্স টোরে ইয়ানসেনকে ধন্যবাদ জানাচ্ছে। তার নেতৃত্বে কোম্পানি তার সাফল্য অব্যাহত রেখেছে, ১৫ বছরের জন্য লাইসেন্স নবায়ন করেছে এবং সাধারণ মানুষের, বিশেষ করে তরুন ও ছাত্র সমাজের কাছে ইন্টারনেট পৌছে দিয়ে “ডিজিটাল বাংলাদেশ” রূপকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে গেছে।”
টোরে ইয়ানসেন বলেন,”গ্রামীণফোনের সিইও হিসেবে কাজ করতে পেরে আমি সম্মান বোধ করছি। এখানে কাজ করার সময় আমি দক্ষ ব্যবস্থাপনা পর্ষদ ও প্রতিভাবান কর্মীদের সহায়তা পেয়েছি। আমরা সবাই মিলে গ্রামীণফোনকে একটি গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে গড়ে তুলেছি যা অত্যন্ত প্রতিযোগিতা সক্ষম এবং ভবিষ্যত প্রবৃদ্ধির জন্য প্রস্তুত। আমি বিবেকের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।”