সোমবার ● ২২ আগস্ট ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা মেট্রোপলিটান পুলিশ এর মহিলা সহায়তা ও তদন্ত বিভাগের জন্য হেল্প লাইন স্থাপন
ঢাকা মেট্রোপলিটান পুলিশ এর মহিলা সহায়তা ও তদন্ত বিভাগের জন্য হেল্প লাইন স্থাপন
ঢাকা মেট্রোপলিটান পুলিশ এর নবগঠিত মহিলা সহায়তা ও তদন্ত বিভাগের জন্য হেল্প লাইন স্থাপনে সহায়তা দিয়েছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের সিসিও কাজি মনিরুল কবির গত ১০ আগস্ট ২০১১ এ ঢাকা মেট্রোপলিটান পুলিশের অ্যাডিশনাল কমিশনার অ্যাডমিন এন্ড ফিনান্স মোহাম্মদ আবদুল জলিল এর হাতে গ্রামীণফোন সংযোগ ও হ্যান্ডসেট তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা সহায়তা ও তদন্ত বিভাগের প্রধান মিজ রোখফার সুলতানা খানম, ওই বিভাগের মিজ আয়েশা সিদ্দিকা, গ্রামীণফোনের হেড অফ দেবাশীষ রায় এবং পাবলিক রিলেশনস কর্মকর্তা মোঃ হাসান।
ঢাকা মহানগর এলাকায় নারীর প্রতি সহিংসতা হ্রাসে মহিলা সহায়তা ও তদন্ত বিভাগ স্থাপন করা হয়েছে। সহিংসতার শিকার নারীরা এই হেল্প লাইনের মাধ্যমে পুলিশের সহায়তা চাইতে পারবেন।