বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » যশোর শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল উদ্বোধন
যশোর শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল উদ্বোধন
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে গত বুধবার ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টার দিকে ওয়েব পোর্টাল উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান।
দেশের ৯টি বোর্ডের মধ্যে যশোর শিক্ষা বোর্ডেই প্রথম ওয়েব পোর্টালের উদ্বোধন করা হলো। এর ফলে খুলনা বিভাগের ১০ জেলার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব ওয়েবসাইট থেকে বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন, ফরম পূরণ, মার্কশিট ও সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য বোর্ডের অধীনে ৩ হাজার ৩০০ স্কুল-কলেজে নিজস্ব ওয়েবসাইট খুলে দেয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের হাজার হাজার টাকা সাশ্রয় হবে।
ওয়েব পোর্টাল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল মজিদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ, স্কুল পরিদর্শক আবদুস ছালাম, কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন প্রমুখ। প্রথম দিনে ওয়েব পোর্টালের মাধ্যমে সার্টিফিকেটের জন্য আবেদন করেন যশোর শাহীন কলেজের শিক্ষার্থী সাকিব সামরা।