শনিবার ● ২৪ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নতুন কার্যালয় চালু করতে আরও ৪ বছর লাগবে অ্যাপলের
নতুন কার্যালয় চালু করতে আরও ৪ বছর লাগবে অ্যাপলের
মহাকাশযানের আদলে নকশা করা নতুন সদর দফতর তৈরি করতে আরও চার বছর সময় লাগবে অ্যাপলের। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর কম্পিউটার বিজনেস রিভিউর।
গত ১৪ নভেম্বর শহর কর্তৃপক্ষের কাছে আইফোন নির্মাতা এ প্রতিষ্ঠান নতুন সময়সূচি পাঠায়। ১৭৬ একর জমির ওপর নতুন ক্যাম্পাসের নির্মাণকাজ এ বছর শুরু হওয়ার কথা ছিল। তবে আগামী বছরের জুনের আগে পরিবেশগত প্রভাববিষয়ক প্রতিবেদন শহর কর্তৃপক্ষ প্রকাশ করতে পারবে না। সে কারণে ২০১৪ সালের আগে অ্যাপলের মহাকাশযান সদৃশ কার্যালয় নির্মাণকাজ শুরু হবে না।
সব ঠিক থাকলে হয়তো ২০১৩ সালেই কাজ শুরু হতে পারে বলে কুপারটিনোর সিটি ম্যানেজার ডেভিড ব্র্যান্ডটের কাছ থেকে জানা গেছে। সিটি কাউন্সিল যদি প্রকল্পটির দ্রুত অনুমোদন দেয়, তাহলে কাজও দ্রুত শুরু হবে। এ ছাড়া অধিবাসীরা আইনের আশ্রয় নিতে পারেন কি না, সেটাও একটা কথা। গত আগস্টে অ্যাপল তাদের প্রকল্পকাজ ধীরগতিতে চলছে বলে শহর কর্তৃপক্ষকে জানায়।
নভেম্বরে ফাইলিং করলে ২০১৩ সালের শুরুতে তার অনুমোদন লাভের আশা রীতিমতো অবাস্তব। ২০১১ সালের জুনে সিটি কাউন্সিলের সামনে স্টিভ জবস যে পরিকল্পনা প্রকাশ করেছিলেন, নতুন পরিকল্পনার সঙ্গে তার কোনো পার্থক্য নেই। ২০১১ সালের অক্টোবরে জবস ইহলোক ত্যাগ করেন। - এসবিবি