বুধবার ● ২১ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উদ্যোক্তাদের নিবন্ধনের সময় বাড়ানো হল ২২ নভেম্বর পর্যন্ত
উদ্যোক্তাদের নিবন্ধনের সময় বাড়ানো হল ২২ নভেম্বর পর্যন্ত
তথ্য প্রযুক্তি নির্ভর তরুণ উদ্যোগের সংখ্যা বাড়ছে বাংলাদেশে। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিভর্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২তে নানা আয়োজন গ্রহন করা হয়েছে। দেশী বিদেশী উদ্যোক্তাদের অংশগ্রহনে থাকছে ডিজিটাল এন্টারপ্রেনার কনফারেন্স। ৫০০ এর বেশি উদ্যোক্তাদের অংশগ্রহনে ৬ ডিসেম্বর আয়োজন করা হয়েছে ডিজিটাল এন্টারপ্রেনার কনফারেন্স। উপস্থিত থাকবেন গ্যাজল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিত্য ওয়াতাল, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশনের পরিচালক টম স্ট্রোডথবেক, স্পার্কলাইন এনালাইটিক্সের প্রতিষ্টাতা ভিনোজ বিজয়কুমার, রিভারমিডো নেটওয়ার্কের পরামর্শক এড ফ্র্যাংকলিনসহ তথ্য প্রযুক্তি নির্ভর উদ্যোগ সংশ্লিষ্ট আর্র্ন্তজাতিক বিশেষজ্ঞরা। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর পরামর্শক মুনির হাসান জানান, ‘উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হচ্ছে দিনব্যাপী এই উদ্যোক্তা সম্মেলন। উদ্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন দিকের প্রতি লক্ষ্য রেখেই কনফারেন্সটি সাজানো হয়েছে।‘ উদ্যোক্তাদের ডিজিটাল এন্টারপ্রেনার সম্মেলনে অংশগ্রহনের জন্য নিবন্ধনের শেষ সময় বর্ধিত করা হয়েছে আগামি ২২ নভেম্বর পর্যন্ত। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর ওয়েবসাইট www.digitalworld.org.bd থেকে নিবন্ধন করা যাবে। আরো নানা তথ্য জানা যাবে ফেসবুক ফ্যান পেইজে www.facebook.com/Digital.World.Bd.2012|।