মঙ্গলবার ● ২০ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নিখোঁজ শিশুদের খুঁজে বের করবে এফবিআই চাইল্ড অ্যাপ
নিখোঁজ শিশুদের খুঁজে বের করবে এফবিআই চাইল্ড অ্যাপ
বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবার স্মার্টফোন জগতে প্রবেশ করেছে। এফবিআই চাইল্ড অ্যাপ নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে সাহায্য করবে বলে সংস্থাটি আশা প্রকাশ করছে। খবর চার্টিয়াসভ্যালিপ্যাচের।
আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপটি সম্পূর্ণ বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। এই অ্যাপে নিখোঁজ শিশুদের বাবা-মা তাদের সন্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং তাদের ছবি সংরক্ষণ করতে পারবেন। একেবারে দুধের শিশু থেকে শুরু করে টিনএজার নিখোঁজ হলেও তাদের সন্ধান দিতে সাহায্য করবে এফবিআই চাইল্ড অ্যাপ।
অ্যাপ ব্যবহার করে হারিয়ে যাওয়া সন্তানদের ছবি এবং ওজন ও উচ্চতাবিষয়ক তথ্য নিরাপত্তারক্ষী বা পুলিশ অফিসারদের সামনে প্রদর্শন করা যাবে। কয়েকটি ক্লিকের মাধ্যমে তথ্যগুলো ই-মেইল আকারে কর্তৃপক্ষের কাছে পাঠানো যাবে। এ ছাড়া সন্তানদের কীভাবে সুরক্ষিত রাখতে হবে এবং তারা হারিয়ে গেলে প্রথম কয়েক ঘণ্টা কী করা উচিত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এই অ্যাপ দিতে পারবে। ডিমেনশিয়া বা আলঝেইমার রোগে আক্রান্ত বৃদ্ধ ব্যক্তি হারিয়ে গেলেও এ অ্যাপ আইন প্রয়োগকারী সংস্থা ও নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজনদের সাহায্য করবে। অপরাধ ও মাদক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই অ্যাপ-সম্পর্কিত প্রচারণার ব্যাপারে পরিবার ও বন্ধু-বান্ধবদের উত্সাহিত করছে এফবিআই। - এসবিবি