সোমবার ● ১৯ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » EDIMAX ব্রান্ডের প্রিন্ট সার্ভার এবং স্টোরেজ সার্ভার এখন বাজারে
EDIMAX ব্রান্ডের প্রিন্ট সার্ভার এবং স্টোরেজ সার্ভার এখন বাজারে
তাইওয়ানের তৈরি বিশখ্যাত EDIMAX ব্রান্ডের প্রিন্ট সার্ভার এবং স্টোরেজ সার্ভার বাজারে নিয়ে এসেছে টোটালঅফটেক । এই সার্ভার গুলি যেমন উচ্চ ক্ষমতা সম্পন্ন তেমনি উচ্চ মানসম্মত । এই প্রিন্ট সার্ভার এবং স্টোরেজ সার্ভার এর সাহায্যে ইউএসবি ম্যাস স্টোরেজ অথবা প্রিন্টার কে তার আথবা তারহীন সংযোগ এর মাধ্যমে নেটওয়ার্কের ব্যাবহারকারীরা খুব সহজে ব্যবহার করতে পারে । ইহা FAT16, FAT32, Ext2 এবং NTFS ফাইল সিস্টেমে কাজ করে।
এটি LPR, IPP এবং Raw Printing Protocols সম্পূর্ন ভাবে সাপোর্ট করে । Built-in FTP Server যুক্ত এই যন্ত্রগুলি Windows, Mac এবং Linux সহ সকল প্রচলিত অপারেটিং সিস্টেম এর ভিতর দিয়ে খুব সহজে ব্যাবহার করা যায় । বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুনঃ- ০১৬৭৮০০৫১৩১, ০১৭২০৫৮১৮৩২, ০১৮৪১২২২০০০, ০৪৪-৭৮১৫০০১২-৫