বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ডেভসটিমে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ
ডেভসটিমে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ
বর্তমানে লোকাল মার্কেটের পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে জনপ্রিয় একটি পেশা গ্রাফিক্স ডিজাইন। অন্যান্য পেশার তুলনায় একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের বেশি আয় করার সুযোগ রয়েছে। এতে সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি রয়েছে কাজের অবাধ স্বাধীনতা। বর্তমানের বাজার চাহিদা বোঝার জন্য একজন ডিজাইনারকে এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও সফটওয়্যারের ব্যবহার জানা জরুরী। দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে ঢাকায় প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট। ৩ মাসব্যাপি এই কোর্সে কোর গ্রাফিক্স ডিজাইন, টাইপোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ও টুলের ব্যবহার, মার্কেটট্রেন্ড সম্পর্কে ধারণা ও অনলাইন মার্কেটেপ্লেসে কাজ করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্টার্নশীপ, লাইফ টাইম সাপোর্টের পাশাপাশি রয়েছে ডেভসটিমের সঙ্গে কাজ করার সুযোগ। কোর্স শুরু হবে ৯ ডিসেম্বর থেকে এবং ভর্তির শেষ তারিখ ৬ ডিসেম্বর । প্রতি ব্যাচে আসন সংখ্যা থাকবে ২০ টি করে । কোর্স ফি: ১৫ হাজার টাকা । যোগাযোগ : ০১৭১১-২৬৭৯১১। ওয়েব: www.devsteam.com