বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ল্যাপটপের ব্যবহার নিয়ে চলমান জরীপ এবং গবেষণার পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ল্যাপটপের ব্যবহার নিয়ে চলমান জরীপ এবং গবেষণার পর্যালোচনা সভা অনুষ্ঠিত
‘শিক্ষা এবং ব্যবসাক্ষেত্রে ল্যাপটপের কার্যকরী ব্যবহার’ বিষয়ে চলমান জরীপ ও গবেষনা বিষয়ে একটি পর্যালোচনা সভা গত ১৩ নভেম্বর ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে শিক্ষা ও ব্যবসাক্ষেত্রে ল্যাপটপ কিভাবে ব্যবহৃত হচ্ছে, বিরাজমান সমস্যা এবং শিক্ষা ও ব্যবসাক্ষেত্রে ল্যাপটপ ব্যবহারের প্রয়োজনীয়তা এবং চাহিদা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করার উদ্দেশ্যে একটি স্বাধীন গবেষক দল ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ ব্যবহারকারী ছাত্রদের উপর জরীপ পরিচালনা করে।
পর্যালোচনা সভাটি পরিচালনা করেন গবেষক দলের প্রধান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র কম্পিউটার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ আকতার হোসেন। এ সময় এস এম মেহদী হাসান ল্যাপটপ জরীপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র মোঃ ফারহাদ হোসেন এবং পাভেল আহমেদ জরীপ কাজে সহায়তার অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরেন।
পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইন্টেল ওয়ার্ল্ড এহেড প্রোগ্রামের প্রকল্প পরিচালক আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সাবেক সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, গবেষণা সম্পাদক মোঃ নাজমুল হোসেন, মাসিক টেকওয়ার্ল্ড বাংলাদেশ এর সম্পাদক নাজনীন নাহার, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার খন্দকার খালেদ বিন আহমেদ, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এর তোশিবা প্রোডাক্ট ম্যানেজার এএসএম শওকত মিল্লাত এবং ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এর এইচআর এণ্ড কমিউনিকেশন্স ম্যানেজার আফরিনা খান।
ল্যাপটপের উপর এই গবেষণা কার্যক্রমটি পরিচালনা করতে স্বাধীন গবেষক দলকে সহযোগিতা করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং মাসিক টেকওয়ার্ল্ড বাংলাদেশ।