বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আসুসের ম্যাক্সিমাস-৫ ফর্মূলা মডেলের নতুন মাদারবোর্ড
আসুসের ম্যাক্সিমাস-৫ ফর্মূলা মডেলের নতুন মাদারবোর্ড
বিশ্বখ্যাত আসুসের ম্যাক্সিমাস-৫ ফর্মূলা মডেলের নতুন মাদারবোর্ড বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। আরওজি (জঙএ) সিরিজের এই মাদারবোর্ডটি মূলতঃ হাই-এন্ড গেমপ্রেমী এবং উচ্চমাত্রার গ্রাফিক্স ও ইফেক্ট-নির্ভর এ্যাপ্লিকেশন ব্যবহারকারীর জন্য আদর্শ। এটি বিশ্বের প্রথম বায়ু ও পানির সমন্বয়ে অত্যাধুনিক থার্মাল ডিজাইনের মাদারবোর্ড, যা কম্পোনেন্টের স্বাভাবিক তাপমাত্রার স্থিতিশীলতা বজায় রাখতে উন্নততর পন্থায় তাপ অপসারণ করে। ইন্টেল জেড-৭৭ চিপসেটের এই মাদারবোর্ডটি ইন্টেল ১১৫৫ সকেটের ৩য় প্রজন্মের পাশাপাশি ২য় প্রজন্মের কোরআই-৭, কোরআই-৫, কোরআই-৩ প্রভৃতি প্রসেসরসমূহ সমর্থণ করে। সুপ্রীমএফএক্স-৪ অডিও ফিচার বিল্ট-ইন থাকায় এতে পিসি গেমাররা ৭.১-চ্যানেলের এইচডি অডিও উপভোগ করতে পারে। গ্রাফিক্সের অতুলনীয় পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, এনভিডিয়া এসএলআই এবং এএমডি থ্রি-ওয়ে ক্রসফায়ারএক্স প্রযুক্তির পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট। অনায়াসে নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযুক্তি এবং ডেটা আদান-প্রদানে মাদারবোর্ডটিতে রয়েছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ব্লুটুথ৪.০, ইউএসবি ৩.০ প্রভৃতি ইন্টারফেস। মাদারবোর্ডটির মূল্য রাখা হয়েছে ৩১ হাজার টাকা। যোগাযোগ- ফোন: ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।