সোমবার ● ১২ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » অডিও এবং উন্নত ফিচারের আসুস এন-সিরিজের নতুন নোটবুক বাজারে
অডিও এবং উন্নত ফিচারের আসুস এন-সিরিজের নতুন নোটবুক বাজারে
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো নতুন পণ্য, বিশ্বখ্যাত আসুসের এন-সিরিজের এন৪৬ভিএম মডেলের নতুন নোটবুক। আসুস সনিকমাস্টার প্রিমিয়াম প্রযুক্তির এই নোটবুকটির মাধ্যমে উচ্চমাত্রার এবং উন্নতমানের শব্দ উপভোগ করা যায়। ধাতুর আবরণ দ্বারা আচ্ছাদিত এই নোটবুকটিতে রয়েছে দীপ্তমান আকর্ষণীয় কিবোর্ড, যার কারনে এটি ইতিমধ্যেই রেডডট ডিজাইন ২০১২ পুরস্কার অর্জন করেছে। এতে ১৪-ইঞ্চির এইচডি প্রযুক্তি এবং ১৫০-ডিগ্রী ওয়াইড ভিউয়িং এ্যাঙ্গেলের ডিসপ্লে প্যানেল থাকায় চমৎকার মানের ইমেজ প্রদর্শিত হয়। বিনোদনের পাশাপাশি ত্রি-মাত্রিক এ্যাপ্লিকেশন এবং গেম খেলায় উন্নত পারফরম্যান্স পেতে এতে রয়েছে ২.৩ গিগাহার্জ গতির ইন্টেল ৩য় প্রজন্মের কোরআই-৭ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ২ জিবি ভিডিও মেমোরীর এনভিডিয়া জিফোর্স জিটি৬৩০এম ভিডিও গ্রাফিক্স। এছাড়া এতে রয়েছে ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন), গিগাবিট ল্যান, ব্লুটুথ ৪.০, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, মেমোরী কার্ড রিডার, ৩টি ইউএসবি ৩.০, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ৮৬ হাজার টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।