রবিবার ● ১৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার ভিডিওচিত্র দেখে আসামি শনাক্ত
এবার ভিডিওচিত্র দেখে আসামি শনাক্ত
এবার ভিডিওচিত্র দেখে আসামি শনাক্ত করা হয়েছে ৷
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে উপজেলার চরকাঁকড়া গ্রাম থেকে শাহ আলম (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। মিলনকে পিটিয়ে হত্যার ঘটনাস্থল টেকেরহাটে শাহ আলমের পানের দোকান রয়েছে।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন বলেন, ভিডিওচিত্র দেখে শাহ আলমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। শাহ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলনকে পিটিয়ে হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
ডিবি সূত্র জানায়, ভিডিওচিত্র দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম-ঠিকানাও সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে মেরে ফেলে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়।