শুক্রবার ● ৯ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ট্যাবলেট পিসি ব্যাবসায় শীর্ষস্থানে মাইক্রোসফট
ট্যাবলেট পিসি ব্যাবসায় শীর্ষস্থানে মাইক্রোসফট
ট্যাবলেট বিক্রিতে সবচেয়ে বেশি মুনাফা করে মাইক্রোসফট। এ তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে অ্যাপল, গুগল ও অ্যামাজন। গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর এপির।
প্রতিষ্ঠানটির গবেষণা অনুযায়ী, ট্যাবলেট তৈরির খরচের পর বিক্রি করে সবচেয়ে বেশি মুনাফা করে মাইক্রোসফট ও অ্যাপল। ৩২ জিবি মেমোরির মাইক্রোসফট সারফেসের বাজার মূল্য ৪৯৯ ডলার। এটি বানাতে খরচ পড়ে ২৬৭ ডলার। এ হিসাবে ১০ দশমিক ৬ ইঞ্চি পর্দার সারফেসের মুনাফার পরিমাণ ৪৬ শতাংশ।
তৃতীয় প্রজন্মের আইপ্যাড নির্মাণে খরচ পড়ে আনুমানিক ৩৩৩ ডলার। বাজার মূল্য ৫৯৯ ডলার। ৩২ জিবি মডেলের আইপ্যাড বিক্রি করে মুনাফা হয় ৪৪ শতাংশ। ১৬ জিবি মডেলের আইপ্যাডের মুনাফা হয় ৩৭ শতাংশ। এটি নির্মাণে খরচ পড়ে ৩১৬ ডলার।
গত শুক্রবার থেকে বাজারে চতুর্থ প্রজন্মের আইপ্যাড পাওয়া যাচ্ছে। এটি নির্মাণে ৩০৫ ডলার খরচ হয়। তৃতীয় প্রজন্মের আইপ্যাডের সঙ্গে মুনাফার হিসেবে সারফেস এগিয়ে থাকলেও চতুর্থ প্রজন্মের আইপ্যাড মুনাফা অর্জনে সারফেসের চেয়ে এগিয়ে। আইপ্যাড ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে মুনাফা ৪৯ শতাংশ।
১৬ জিবি আইপ্যাড ফোর্থ জেনারেশন নির্মাণে ব্যয় হয় ২৯৫ ডলার। এর বাজার মূল্য ৪৯৯ ডলার। ১৬ জিবি আইপ্যাড মিনি বানাতে অ্যাপলের লেগেছে ১৯৮ ডলার। এর বাজার মূল্য ৩২৯ ডলার। আইপ্যাড মিনি বিক্রিতে অ্যাপলের মুনাফার পরিমাণ ৪০ শতাংশ।
আইএইচএসের বক্তব্য অনুযায়ী, গুগল নেক্সাস সেভেন৮ জিবি বানাতে ১৫৯ ডলার খরচ পড়ে। এটির বাজার মূল্য ১৯৯ ডলার। নেক্সাস সেভেনের মাধ্যমে মুনাফা হয় মাত্র ২০ শতাংশ। গুগল নেক্সাস সেভেন ১৬ জিবি বানাতে ১৬৭ ডলার খরচ পড়ে। এর বাজার মূল্য ২৪৯ ডলার। এ ক্ষেত্রে মুনাফার পরিমাণ ৩৩ শতাংশ।
১৬ জিবি মেমোরির কিন্ডেল ফায়ার এইচডি তৈরিতে অ্যামাজনের খরচ পড়ে ১৭৪ ডলার। এর বাজার মূল্য ১৯৯ ডলার। মুনাফা হয় ১৩ শতাংশ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী বাড়ানোর মধ্য দিয়ে মুনাফা বাড়ানোর চেষ্টা করছে গুগল। অন্যদিকে মুনাফা ব্যবধান কমানোর লক্ষ্যে স্টোর থেকে চলচ্চিত্র, বই ও ম্যাগাজিন কিনতে ক্রেতাদের উত্সাহিত করার চেষ্টা করছে অ্যামাজন।