বুধবার ● ৭ নভেম্বর ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের নতুন মাদারবোর্ড
আসুসের নতুন মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের পি৮জেড৭৭-এম মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল জেড৭৭ চিপসেটের অত্যাধুনিক এই মাদারবোর্ডটি ডিজিটাল পাওয়ার ডিজাইনের, যা সিপিইউ-এর ভোল্টেজ স্থিতিশীল রাখে এবং মাদারবোর্ডের সাথে অন্যান্য ইন্টারফেসের সঠিক ভোল্টেজ ইনপুটের সম্বণয় করে। মাদারবোর্ডটি ইন্টেল ৩য় প্রজন্মের পাশাপাশি ২য় প্রজন্মের কোরআই-৭, কোরআই-৫, কোরআই-৩ প্রভৃতি প্রসেসরসমূহ সমর্থণ করে। গ্রাফিক্সের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, এনভিডিয়া এবং এএমডি ক্রসফায়ারএক্স প্রযুক্তির পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট। এছাড়া মাদারবোর্ডটিতে রয়েছে ৮-চ্যানেল অডিও, গিগাবিট ল্যান, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ডুয়াল চ্যানেল ডিডিআর-৩ র্যাম সাপোর্ট প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ১৩,৫০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।