শনিবার ● ১৩ আগস্ট ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » নকিয়ার ডুয়াল সিম প্লাস ফোন
নকিয়ার ডুয়াল সিম প্লাস ফোন
সম্প্রতি নকিয়া বাজারে নতুন দুটি ডুয়াল সিম হ্যান্ডসেট- নকিয়া এক্স১-০১ ও নকিয়া সি ২-০০ নিয়ে এসেছে। প্রতিটি মডেলই কোন ফিচারে বিন্দুমাত্র ছেদ না ঘটিয়ে উভয় সিমের মধ্যে নিঃশব্দে পরিবর্তন ঘটিয়ে নিতে পারে।
নকিয়া এক্স ১ -০১
নকিয়া এক্স ১-০১ এর সাহায্যে গ্রাহক প্রতিটি সিমে নিজস্ব লগো, মিউজিক সিগনেচার বা রিংটোনে যুক্ত করতে পারবে। রয়েছে নিজের মতো করে প্রতিটি সিমকে ব্যবহারের সুযোগ। এই ফোন একইসঙ্গে দিচ্ছে বাজারের সেরা ডুয়াল সিম মিউজিক অভিজ্ঞতা। যে কোন গ্রাহক ডিভাইসটির ১৬ গিগাবাইট মেমোরি সাপোর্টের মাধ্যমে হাজার হাজার গান সংরক্ষণ করতে পারবেন, লাউড স্পিকারের সাহায্যে স্পষ্টভাবে গান শুনতে পারবেন। এই ফোনে আরও রয়েছে চমৎকার মিউজিক সাইড কি এবং রয়েছে একটি ব্যাটারি যা বিরতীহীনভাবে একটানা ৩৬ ঘন্টা গান শোনানোর সামর্থ্য রাখে!
নকিয়া সি ২-০০
নকিয়া সি২-০০ মোবাইলটি সহজে ব্যবহারযোগ্য। ব্যাটারি না খুলেই এর সিম কার্ড পরিবর্তন করা যায়। এজন্যে একজন গ্রাহককে কেবল ফোনের একপাশের সিম ডোর খুলে তার সিমটি প্রবেশ করাতে হবে। এটি এতোটাই সহজ! আবার ফোন চালু করার কোন দরকার হবে না। নকিয়া সি২-০০ এর মাধ্যমে গ্রাহক ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল পড়া এবং উভয় সিমকার্ডে একযোগে তাৎক্ষনিক ম্যাসেজিং কার্যক্রম চালু রাখতে পারবেন। ৩২ গিগাবাইটের মেমোরি সাপোট নকিয়া সি২-০০ গ্রাহকের হাতে তুলে দেবে যে কোন মুহুর্তে হাজার হাজার ছবি, ভিডিও ও মিউজিক ফাইলের অফুরন্ত ভান্ডার।