সোমবার ● ৫ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্বল্প মূল্যের ট্যাবলেট ‘আকাশ’ জাতিসংঘে প্রদর্শন করবে ভারত
স্বল্প মূল্যের ট্যাবলেট ‘আকাশ’ জাতিসংঘে প্রদর্শন করবে ভারত
স্বল্প মূল্যের ট্যাবলেট কম্পিউটার ‘আকাশ’ জাতিসংঘে প্রদর্শন করবে ভারত। এর মাধ্যমে নিজেদের উদ্ভাবনীক্ষমতা ও সবচেয়ে কম দামের ট্যাবলেটকে বিশ্ববাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে দেশটি। খবর পিটিআইয়ের।
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হারদিপ সিং পুরি এ বিষয়ে পিটিআইকে বলেন, ২৮ নভেম্বর জাতিসংঘের সদর দফতরে ট্যাবলেটটি প্রদর্শন করা হবে। এ বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাউইন্ডের প্রধান নির্বাহী সুনিত সিং তুলি। প্রতিষ্ঠানটি আকাশ ট্যাবলেট তৈরি ও সরবরাহকরণের সঙ্গে জড়িত।
পুরির বক্তব্য অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত কোনো উদ্যোক্তার তৈরি বিশ্বের সবচেয়ে কম দামি ট্যাবলেট আকাশ। জাতিসংঘের হিসেবে, ট্যাবলেটটি একটি মিতব্যয়ী উদ্ভাবন।
পুরি আরও বলেন, জাতিসংঘে ট্যাবলেটটি প্রদর্শনের সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আকাশ ট্যাবলেটের খুঁটিনাটি তুলে ধরবেন সুনিত সিং তুলি। এ ছাড়া জাতিসংঘের কিছু সদস্য রাষ্ট্রকে সীমিতসংখ্যক আকাশ ট্যাবলেট উপহার দেয়া হবে।
গত বছরের অক্টোবরে ভারত সরকারের উদ্যোগে আকাশ ট্যাবলেট প্রথম বাজারে আসে। শিক্ষার্থীদের লক্ষ্য করে ট্যাবলেটটি বানানো হয়েছে। ২০১০ সালে প্রতিটি ট্যাবলেট ৪৯ ডলার হিসেবে এক লাখ আকাশ ট্যাবলেট সরবরাহের কাজ পায় ডাটাউইন্ড।
ট্যাবলেটটি তৈরির কৃতিত্ব নিয়ে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ডাটাউইন্ডের মধ্যে বিতর্ক তৈরি হয়।
১১ নভেম্বর আকাশ টু ভারতের বাজারে পাওয়া যাবে। এতে থাকবে ১ গিগাহার্টজের প্রসেসর, ৪ ঘণ্টা ব্যাটারি টাইম এবং অ্যান্ড্রয়েড ফোর অপারেটিং সিস্টেম।