সোমবার ● ৫ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » হ্যাকিংয়ের অভিযোগের কারনে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলো চীন
হ্যাকিংয়ের অভিযোগের কারনে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলো চীন
কিছু দিন ধরেই বিশ্বব্যাপী হ্যাকিং বাড়ার পেছনে চীনের প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, চীন এ অভিযোগের নিন্দা জানিয়েছে। এ ছাড়া দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিও হ্যাকিংয়ের শিকার হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং রেই যুক্তরাষ্ট্রের চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা প্রতিষ্ঠানগুলো হ্যাকিং-সম্পর্কিত অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন সময় বিবৃতি দিয়েছে এবং এ থেকে বোঝা যায়, চীন এ জাতীয় কোনো কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত নয়। কোনো সুনির্দিষ্ট প্রমাণও নেই যুক্তরাষ্ট্রের কাছে। তাদের এ অভিযোগ ভিত্তিহীন এবং আমরা এর নিন্দা জানাই।’ হং আরও বলেন, চীন নিজেও হ্যাকিংয়ের শিকার হচ্ছে। হ্যাকিং বিশ্বব্যাপী একটি আলোচিত বিষয় এবং এ বিষয়ে কোনো দেশকে অভিযুক্ত না করে সারা বিশ্বকে এর বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
চীনের পাশাপাশি রাশিয়া ও ইরানের বিরুদ্ধেও হ্যাকিংয়ের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর লিওন পানেত্তা এ অবস্থায় নিজেদের রক্ষার জন্য যেকোন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন।