শনিবার ● ৩ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল ওয়ার্ল্ডে উদ্যোক্তাদের জন্য নানা আয়োজন
ডিজিটাল ওয়ার্ল্ডে উদ্যোক্তাদের জন্য নানা আয়োজন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-নিভর্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এ নানা আয়োজন রাখা হয়েছে। একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল সমাজ গঠনে যেসব উদোক্তা কাজ করছেন তাদের অংশগ্রহনেই এসব আয়োজন। নানা আয়োজনের মধ্যে থাকছে উদ্যোক্তা সম্মেলন, সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, তথ্যপ্রযুক্তিনির্ভর নতুন পন্য বা সেবা চালুর ঘোষনা দেওয়া ইত্যাদি।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ আয়োজনে দেশী-বিদেশী উদ্যোক্তাদের অংশগ্রহণে থাকছে ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ কনফারেন্স’। ৫০০-এর বেশি উদ্যোক্তাদের অংশগ্রহনে ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশী বিদেশী উদ্যোক্তারা তাদের সফলতার গল্প শোনাবেন। উপস্থিত থাকবেন গুজল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিত্য ওয়াতাল, ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশনের পরিচালক টম স্ট্রোডথবেক, স্পার্কলাইন অ্যানালাইটিক্সের প্রতিষ্ঠাতা ভিনোজ বিজয়কুমারসহ উদ্যোক্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর পরামর্শক মুনির হাসান জানান, ‘যুবসমাজের মধ্যে উদ্যোক্তা হওয়ার নতুন একটি সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে। এ জন্য দরকার অনেক সফল উদাহরণ। আর সফল হওয়ার জন্য দরকার পথের বিভিন্ন বাকেঁর খবর। উদ্যোগ সংশ্লিষ্ট এরকম বিভিন্ন দিকের প্রতি লক্ষ্য রেখেই সম্মেলনটি সাজানো হয়েছে।’ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উদ্ভাবন, পরিচর্যা (ইনকিউবেশন) ও বিনিয়োগ সংক্রান্ত একটি প্যানেল আলোচনাও রয়েছে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এ তিনদিনে ব্যাপী আয়োজিত মেলাতে উদ্যোক্তাদের নানা উদ্যোগ, সেবা ও পণ্য সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা থাকছে। প্রদর্শনীতে অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা ডিজিটাল ওয়ার্ল্ডের ওয়েবসাইট www.digitalworld.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তথ্য প্রযুক্তি নিভর্র এমন আর্ন্তজাতিক সম্মেলনের গুরুত্ব নিয়ে সফট টেক ইনোভেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম ইশতিয়াক সারওয়ার জানান, ‘ বাংলাদেশী তরুণরাই আগামীর স্বর্নিভর ডিজিটাল বাংলাদেশের বিনির্মানের হাতিয়ার। এই ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক আর্ন্তজাতিক আয়োজন তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহ যোগাবে।‘
উল্লেখ্য যে,‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজন করছে এই সম্মেলন।