শনিবার ● ৩ নভেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এফোরটেকের নতুন মিনি ওয়েবক্যাম বাজারে
এফোরটেকের নতুন মিনি ওয়েবক্যাম বাজারে
বিশ্বখ্যাত এফোরটেকের পিকে-৩৩১এফ মডেলের নতুন মিনি ওয়েবক্যাম বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। ১৬-মেগাপিক্সেলের এই ওয়েবক্যামটির মাধ্যমে কোন ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই পিসিতে ভিডিও কল, নেটমিটিং প্রভৃতি করা যায়। যে কোন দিক থেকে পরিষ্কার, গোলমালমুক্ত শব্দ ধারণ বা প্রেরণ করার জন্য এতে রয়েছে ম্যাজিক ইফেক্টের বিল্ট-ইন মাইক্রোফোন। এতে উজ্জ্বল এলইডি লাইট থাকায় কম আলোকিত জায়গাতেও ভালো মানের ইমেজ ধারণ করা যায় এবং অন্ধকার রুমেও ওয়েবক্যামটি ব্যবহার করা যায়। এছাড়া মনিটর, ল্যাপটপ বা ডেস্কটপে লাগিয়ে ব্যবহার করার জন্য ক্ষুদ্রাকৃতির এই ওয়েবক্যামটিতে রয়েছে ক্লিপ। মূল্য রাখা হয়েছে ১,৮০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।