রবিবার ● ২১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এফোরটেকের হোললেস ইঞ্জিনের ওয়্যারলেস মাউস
এফোরটেকের হোললেস ইঞ্জিনের ওয়্যারলেস মাউস
বিশ্বখ্যাত এফোরটেক ব্র্যান্ডের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড নিয়ে এলো জি১১-৫৭০এইচএক্স মডেলের নতুন ওয়্যারলেস মাউস। এতে ব্যবহৃত হয়েছে ডুয়াল অপটিক লেন্সের হোললেস ইঞ্জিন, যা ময়লা এবং তরল জাতীয় পদার্থ থেকে মাউসের সেন্সরটিকে মুক্ত রাখে, তাই দীর্ঘ দিন মাউসটি ব্যবহারেও উচ্চ মাত্রায় নির্ভূল ও নিঁখুত নির্দেশনা প্রদান করে। মাউসটিতে রয়েছে রিচার্জএ্যাবল ব্যাটারী, যা ইউএসবি চার্জারের মাধ্যমে চার্জ করা যায়। মাউসটির স্ক্রল হুইলটিতে রয়েছে লাল বর্ণের লাইট, যা ব্যাটারীর চার্জের অবস্থা জানানোর জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করে। ওয়্যারলেস এই মাউসটি রিসিভার থেকে সর্বোচ্চ ১৫ মিটার দূরত্বেও কাজ করে। এছাড়া এতে রযেছে পাওয়ার সেভিং ম্যানেজমেন্ট, নো-ল্যাগ টেকনোলজি, ফোর-ওয়ে হুইল প্রভৃতি ফিচার। মূল্য রাখা হয়েছে ১,৫০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।