রবিবার ● ২১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বাজারে লজিটেক আল্টিমেট ইয়ারস
বাজারে লজিটেক আল্টিমেট ইয়ারস
বিশ্বের শীর্ষস্থানীয় মিউজিশিয়ানদের পছন্দের লজিটেক ব্রান্ডের ‘ইউই’ নামে পরিচিত ‘আল্টিমেট ইয়ারস’ হেডফোন। বাংলাদেশে কম্পিউটার সোর্স লিমিটেড বাজারজাতকৃত ‘নয়েজ আইসোলেসন’ সুবিধাসম্পন্ন ইয়ারফোনগুলোর মাধ্যমে স্টেডিয়ামের বিকট শব্দের মনের আনন্দে উপভোগ করা যায় সুরেলা ধ্বনি। লজিটেক আল্টিমেট ইয়ারস ২০০ ও ২০০ ভিআই মডেলের ইয়ারফোন ব্যবহার করে কোলাহল উপেক্ষা করেও নির্ঝঞ্ঝাটভাবে আলাপ করতে পারেন ব্যবহারকারীরা। হেডফোন দুটির প্রতিটির সাথে রয়েছে পাঁচটি ইয়ার কুশন। রয়েছে কানের মাপ অনুযায়ী কুশন বেছে নেয়ার সুযোগ। এছাড়াও হেডফোন দুটির সঙ্গে রয়েছে একটি ফ্রি প্রটেকটিভ কেস। আর ‘আল্টিমেট ২০০ ভিআই’ ইয়ারফোনের সঙ্গে আছে ‘অন কড কন্ট্রোলার’।ফলে মিডিয়া প্লেয়ারের সাহায্য ছাড়াই এ বিশেষ বাটনের মাধ্যমে রিওয়ার্ড-ফরওয়ার্ড করা করতে পারবেন ব্যবহারকারীরা। ৩.৫ মিলিমিটার স্টেরিও জ্যাক সম্পন্ন এই ইয়ারফোন দুটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাচ্ছে। প্রতিটি ইয়ারফোনই আইফোন, আইপড এবং ব্লাকবেরি সিরিজের যেকোনো ফোনের সঙ্গে ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা। দুই বছরের রিপ্লেসমেন্ট সুবিধাসহ ‘আল্টিমেট ইয়ারস ২০০’ মডেলের দাম এক হাজার ৯০০ এবং ‘২০০ভিআই’ মডেলের দাম রাখা হয়েছে তিন হাজার ৩০০ টাকা।