রবিবার ● ২১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফেসবুকে নিরাপত্তা বিষয়ক প্রচারাভিযান করবে বৌদ্ধ ছাত্র সংসদ
ফেসবুকে নিরাপত্তা বিষয়ক প্রচারাভিযান করবে বৌদ্ধ ছাত্র সংসদ
ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে রামু, উখিয়া, পটিয়া সহ বিভিন্ন বৌদ্ধ অধ্যুষিত এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতায় বৌদ্ধ সমাজে ফেসবুক ব্যবহারে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তা নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ আগামী ২৯ অক্টোবর প্রবারণা পুর্ণিমার দিন থেকে শুরু করে দেশের সম্ভাব্য সকল বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দানানুষ্ঠান সমূহে সারা দেশে মাসব্যাপী বৌদ্ধ সমাজে “ফেসবুকে নিরাপত্তা বিষয়ক ব্যাপক প্রচারাভিযান” পরিচালনা করবে। এই প্রচারাভিযানে বুথ স্থাপনের মাধ্যমে কিভাবে নিরাপদে ফেসবুক ব্যবহার করলে নিজেকে সুরক্ষিত রাখা যাবে সে সম্পর্কে একটি পূর্নাঙ্গ নির্দেশিকা বিনামূল্যে বিতরন, কাউন্সেলিং, এবং প্রজেক্টরের সাহায্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। স্থাপিত বুথে যে কেউ চাইলে তাৎক্ষনিক তার ফেসবুক প্রোফাইলে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা শক্তিশালী করে দেয়া হবে।সংবাদ সম্মেলনে উপরোক্ত কার্যক্রম সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক জনাব সুবর্ণ বড়ুয়া। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকোশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষক সুকর্ণ বড়ুয়া, আইটি এক্সপার্ট বিশ্বজিৎ বড়ুয়া, বৌদ্ধ সংহতি উদযাপন পরিষদ-এর পক্ষে রাহুল বড়ুয়া, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদের সাবেক সভাপতি মং। এছাড়াও সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।