শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » যুক্তরাজ্যে স্যামসাংয়ের কাছে অ্যাপলের হার
যুক্তরাজ্যে স্যামসাংয়ের কাছে অ্যাপলের হার
অ্যাপলের পণ্য নকল করে স্যামসাংয়ের কোনো পণ্য বানানো হয়নি। স্যামসাংয়ের বিরুদ্ধে অ্যাপলের দায়ের করা প্যাটেন্ট মামলার আপিলের জবাবে গতকাল এ কথা বলেছেন যুক্তরাজ্যের আদালত। একে অ্যাপলের বিরুদ্ধে প্যাটেন্ট মামলায় স্যামসাংয়ের বড় ধরনের বিজয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্যের নিম্ন আদালতের রায়ের পর উচ্চ আদালতে আপিল করে অ্যাপল। আপিল নিষ্পত্তি হওয়ায় স্যামসাং পণ্য গ্যালাক্সি ট্যাবলেট অ্যাপলের আইপ্যাডের নকশা চুরি করে বানানো_ যুক্তরাজ্যে এমন অভিযোগ তুলতে পারবে না অ্যাপল। পাশাপাশি গ্যালাক্সি ট্যাবলেটকে নকল আখ্যা দিয়ে এ পর্যন্ত যত প্রচার চালানো হয়েছে তা তুলে নিতে অ্যাপলকে কড়া নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি গ্যালাক্সি ট্যাব বিক্রিতেও যুক্তরাজ্যে আর কোনো বিধিনিষেধ থাকছে না। আদালতের রায়ে বলা হয়েছে, গ্যালাক্সি এবং আইপ্যাডের ডিজাইনে সাদৃশ্য নেই বললেই চলে। স্যামসাংয়ের এক মুখপাত্র জানান, আদালতের এই আদেশই প্রমাণ করেছে স্যামসাংয়ের পণ্য কাউকে নকল করে তৈরি নয়। রায় সম্পর্কে অ্যাপলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে মেধাস্বত্ব নতুন মামলা দায়ের করছে অ্যাপল। এর আগে যুক্তরাষ্ট্রে প্যাটেন্ট মামলায় হেরে অ্যাপলকে ১০৫ কোটি ডলার জরিমানা দিয়েছে স্যামসাং।