মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সোলার মডিউল অ্যাসেমব্লিং ফ্যাক্টরীর কার্যক্রম শুরু
সোলার মডিউল অ্যাসেমব্লিং ফ্যাক্টরীর কার্যক্রম শুরু
বাংলাদেশে সৌরশক্তির অমিত সম্ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের বানেকো সোলার এনার্জি লিমিটেড ও জার্মানীর থোমা গ্রপ যৌথ উদ্যোগে উন্নত প্রযুক্তি, অত্যধিক কার্যকর ও ইউরোপীয় মানের সোলার মডিউল অ্যাসেমব্লিং ফ্যাক্টরীর কার্যক্রম শুরুর লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশানস্থ ইমান্যুয়েলস ব্যাঙ্কুয়েট হলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফেডারেল অব জার্মানীর রাষ্ট্রদূত ড. অ্যালব্রেখট কোনজি। এছাড়াও অনুষ্ঠানে টিভি ব্যক্তিত্ব শারমিন লাকি, বানেকো সোলার এনার্জির চেয়ারম্যান চৌধুরী মুগিস উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক একেএম মুজিবুর রহমান, উপদেষ্টা চৌধুরী মুনীর উদ্দীন মাহফুজ, থোমা গ্র”পের প্রেসিডেন্ট হ্যানস্ থোমা, ভাইস প্রেসিডেন্ট লুদউইগ থোমা ছাড়াও বাংলাদেশ সোলার ও রিনিয়েবল এনার্জি এসোসিয়েশন (বিএসআরইএ) এর মহাসচিব মোস্তফা আল মাহমুদ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম শফিকুর রহমান উপস্থিত ছিলেন।